বরিশাল ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
ডেস্ক রিপোর্ট।। বিএনপির যুগ্ম-মহাসচিব খায়রুল কবির খোকনকে পুলিশ আটক করেছে বলে অভিযোগ করেছেন তার স্ত্রী দলের স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরিন সুলতানা। বৃহস্পতিবার সকাল ১০টার দিকে হাইকোর্টের ফটকের সামনে থেকে তাকে আটক করা হয়েছে।
বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক শিরীন সুলতানার অভিযোগ, জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলার শুনানি উপলক্ষে আজ সকালে আদালতে যাচ্ছিলেন বিএনপি নেতা খোকন। সুপ্রিম কোর্টের ফটক থেকে আটক করে নিয়ে যায় পুলিশ।
খোকনকে কোথায় নেয়া হয়েছে জানে না তার পরিবার।