বরিশাল ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখলীতে বর্ণাঢ্য র্যালী, কেক কাটা, আরৈাচনা সভা ও শীত মৌসুমের হরেক রকমের পিঠা পরিবেশনের মধ্য দিয়ে বেসরকারী টিভি বৈশাখী টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়েছে।
শুক্রবার পটুয়াখালী প্রেসক্লাবের সম্মুখ থেকে এক বর্ণাঢ্য র্যালী বের করে বিভিন্ন সড়ক প্রদক্ষিন করে পুনরায় প্রেসক্লাব সামনে এসে র্যালী শেষ হয়। র্যালী শেষে প্রেসক্লাব মিলনায়তনে বৈশাখী টেলিভিশনের ১৫ তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটার পর প্রেসক্লাবের আহবায়ক স্বপন ব্যানার্জীর সভাপতিত্বে ও বৈশাখী টেলিভিশনের প্রতিনিধি আব্দুস সালাম আরিফ সঞ্চালনায় আয়োজিত আলোচনা সভায় অতিথি হিসাবে বক্তব্য রাখেন পৌরসভার মেয়র মহিউদ্দিন আহমেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জসিম উদ্দিন, সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতি, সদর থানার ইনচার্জ মোঃ মোস্তাফিজুর রহমান, জেলা জাসদের সাধারন সম্পাদক শ.ম দেলোয়ার হোসেন দিলিপ, জেলা ছাত্রলীগের সভাপতি মোঃ হাসান সিকদার প্রমুখ।
পরে শীতের হরেক রকমের পিঠা পরিবেশন করা হয়।