বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
স্টাফ রিপোর্টার।। বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজ এর মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। শুক্রবার সকাল ১১টায় নগরীর সিস্টার্স ডে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ সভা অনুষ্ঠিত হয়েছে।
অনুষ্ঠানে শুরুতে কেন্দ্রীয় সভাপতি জনাব আনিসুর রহমান কে ফুলের শুভেচ্ছা জানান কেন্দ্রীয় কমিটির সহ সভাপতি তারিকুল ইসলাম পলিন্স সহ সদস্যবৃন্দ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাংলাদেশ প্রাথমিক সহকারী শিক্ষক সমাজের কেন্দ্রীয় সভাপতি, আনিসুর রহমান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, বরিশাল সদর উপজেলা ও মহানগর কমিটির আহবায়ক মোঃ মাসুদ খলিফা। এছাড়াও বরিশাল সদর ও মহানগর সহ অন্যান্য কেন্দ্রীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।