বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২১শে রজব, ১৪৪২ হিজরি
ভোলায় ঘন কুয়াশা আর নাব্য সংকটের কারণে বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টায় ভোলা-লক্ষ্মীপুর রুটের রহমতখালী চ্যানেলের চরে ১৯টি বাস ট্রাকসহ যানবাহন নিয়ে আটকা পড়েছে ফেরি কনকচাপা।
ফেরির দায়িত্বে থাকা বিআইডব্লিউটিএর ম্যানেজার এমরান হোসেন জানান, বিকাল পর্যন্ত ফেরিটি উদ্ধার করা যায়নি।
এদিকে ফেরিতে টানা ১৫ ঘণ্টা আটকে থাকা যানবাহনের যাত্রী ও চালকরা চরম দুর্ভোগের কথা জানান। বাস যাত্রীদের লঞ্চ ও ট্রলার যোগে উদ্ধার করা হলেও মালামাল থাকায় অনেকে ফেরি থেকে নেমে যেতে পারেননি।
ফেরির ম্যানেজার জানান, অতি জোয়ারে নামানো চেষ্টা করা হবে।