বরিশাল ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৭ই রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ সাবেক স্বরাস্ট্র মন্ত্রী, বিএনপি জাতীয় কমিটির ভাইস চেয়ারম্যান ও পটুয়াখালী জেলা বিএনপির সভাপতি এয়ার ভাইস মার্শাল (অবঃ) আলতাফ হোসেন চৌধুরীর বাসভবন সুরাইয়া ভিলায় সন্ত্রাসীদের হামলা, ভাংচুর ও লুটপাটের প্রতিবাদে বুধবার রাত ৭ টায় সুরাইয়া ভবনের সামনে পটুয়াখালী জেলা বিএনপি সংবাদ সম্মেলন অনুষ্ঠিত করে।
সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারন সম্পাদক জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সহ-সভাপতি মাকসুদ আহমেদ বায়জীদ পান্না, সহ-সভাপতি অধ্যাপিকা লায়লা ইয়াসমিন, যুগ্ম সাধারন সম্পাদক মশিউর রহমান খান, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মজিবুর রহমান টোটন, যুব বিষয়ক সম্পাদক জেলা বারের সাবেক সাধারন সম্পাদক অ্যাডভোকেট
এটিএম মোজাম্মেল হোসেন তপন, প্রচার সম্পাদক মিজানুর রহমান, সহ আইন বিষয়ক সম্পাদক ও জেলা জজাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারন সম্পাদক অ্যাডভোকেট মোঃ মহসিন, জেলা মহিলা দলের সাধারন সম্পাদক জেসমিন জাফর, সাংগঠনিক সম্পাদক ফারজানা ইয়াসমিন রুমা, কেন্দ্রীয় মহিলা দলে সমবায় বিষয়ক সম্পাদক আফরোজা বেগম সিমা, জেলা ছাত্র দলের সাধারন সম্পাদক আল হেলাল নয়ন, জেলা শ্রমিক দলের সাধারন সম্পাদক মনিরুল ইসলাম মনিরসহ বিএনপি ও তার অঙ্গ এবং সহযোগী সংগঠনের দুই শতাধিক নেতা কর্মী উপস্থিত ছিলেন।
লিখিত বক্তব্যে অ্যাডভোকেট ওয়াহিদ সরোয়ার কালাম বলেন কোন কারন ছাড়া বিনা উষ্কানিতে সরকারী দলের ছাত্র সংগঠনের প্রায় শতাধিক কর্মী লাঠি সোটা রড ও দেশী তৈরী অস্ত্রশস্ত্র নিয়ে নতুন বছেরর প্রথম দিনে বিএনপির নেতা সাবেক স্বরাস্ট্র মন্ত্রী বিএনপি জাতীয় নির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরীর বাসায় হামলা চালিয়ে ভাংচুর করার তীব্র নিন্দা জানান। তিনি সন্ত্রাসী ঘটনার সাথে জড়িত সন্ত্রাসীদের গ্রেফতার করে শাস্তির দাবী করেন।
এ দিকে ছাত্রলীগের সাধারন সম্পাদক ওমর ফারুক ভুইয়া জানান, আলতাফ চৌধুরীর বাসায় হামলা ও ভাংচুরের ঘটনায় ছাত্রলীগ জড়িত নয়, ছাত্রদলে বিবাদমান দুই গ্রুপের তান্ডব।