বরিশাল ১১ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৭শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১২ই মহর্রম, ১৪৪৪ হিজরি
দর্শকপ্রিয় চিত্রনায়িকা দিলারা হানিফ পূর্ণিমা। বর্তমানে মা ও মেয়েকে নিয়ে ওমরাহ পালনে মক্কায় অবস্থান করছেন তিনি। এরই মধ্যে ওমরাহ পালন করেছেন তারা।
বৃহস্পতিবার দেশে ফেরার কথা রয়েছে এ অভিনেত্রীর। দেশে ফেরার আগে নিজের ফেসুবক ওয়ালে মক্বা শরীফের ছবি শেয়ার করেছেন পূর্ণিমা। ছবির ক্যাপশনে লিখেছেন- ‘আল্লাহু আকবার’।
এদিকে দেশে ফিরে আবারো অভিনয় করবেন কিনা এমন প্রশ্নের জবাবে নায়িকা বলেন, দেশে ফিরেই ‘মেঘ বলেছে যাব’ শিরোনামের একটি নাটকের কাজ শুরু করবো। এই নাটকে প্রথমবার নোবেলের নায়িকা হবো।
জানা গেছে, ‘মেঘ বলেছে যাব’ নাটকটি রচনা করছেন মেহরাব জাহিদ। এটি পরিচালনা করছেন শেখ সেলিম। রাজধানীর বিভিন্ন লোকেশনে চলতি মাসের শেষ দিকে নাটকের শুটিং হবে। যেখানে নোবেলকে বিয়ে করে তার বউ হবেন পূর্ণিমা।
পরিচালক জানিয়েছেন, নাটকটিতে স্বামী-স্ত্রীর চরিত্রে দেখা যাবে পূর্ণিমা এবং নোবেলকে। আগামী ঈদের জন্য নাটকটি নির্মাণ করা হচ্ছে।
সূত্র- ডেইলি বাংলাদেশ