শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৯ ২০২০, ১৯:২৪
  • 818 বার পঠিত
শ্রীলঙ্কাকে উড়িয়ে সেমিফাইনালে বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

বঙ্গবন্ধু গোল্ডকাপের ‘এ’ গ্রুপে নিজেদের দ্বিতীয় ম্যাচে শ্রীলঙ্কাকে ৩-০ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ। শেষ চারে যেতে হলে জয় ছাড়া বিকল্প ছিল না জেমি ডে’র শিষ্যদের সামনে। আজ বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে তেমন এক বাঁচা-মরার ম্যাচে লাল-সবুজদের হয়ে জোড়া গোল করেছেন মতিন মিয়া। বাংলাদেশের হয়ে তৃতীয় গোলটি করেছেন ইব্রাহিম।

এর আগে প্রথম ম্যাচে ফিলিস্তিনের বিপক্ষে ২-০ গোলে হেরেছিল বাংলাদেশ। গত আসরের চ্যাম্পিয়নদের বিপক্ষে একই ব্যবধানে হেরেছিল লঙ্কানরাও। যার কারণে সেমিতে যাওয়ার জন্য নিজেদের দ্বিতীয় ম্যাচটি বাঁচা-মরার হয়ে পড়ে দু’দলের সামনে।

প্রথমার্ধের ১৭তম মিনিটে মতিনের গোলে এগিয়ে যায় বাংলাদেশ। বিরতির পর ম্যাচের ৬৩তম মিনিটে ফের গোল করে এ তারকা লাল-সবুজদের ব্যবধান দ্বিগুন করেন। তাতে সেমিফাইনালে ওঠার স্বপ্ন আরও বড় হয় জেমি ডের শিষ্যদের। এদিকে নির্ধারিত সময়ের শেষদিকে শ্রীলঙ্কার জালে আরেকবার বল জড়িয়ে আনন্দে মাতে লাল-সবুজ প্রতিনিধিরা। আর এ গোলের মধ্যে দিয়েই ঘরের মাঠে এ টুর্নামেন্টে শেষ চারে ওঠা নিশ্চিত জেমি ডের শিষ্যদের।

ছয় দলের আসরে ‘এ’ গ্রুপ থেকে আগেই সেমি-ফাইনাল নিশ্চিত করেছিল আসরের বর্তমান চ্যাম্পিয়ন ফিলিস্তিন। রোববার এ গ্রুপ থেকে দ্বিতীয় দল হিসেবে শেষ চারে ওঠা নিশ্চিত করল বাংলাদেশ। অন্যদিকে শ্রীলঙ্কার বিদায় নিশ্চিত হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আবার ওয়ানডে র‍্যাঙ্কিংয়ের শীর্ষে পাকিস্তানভারত থেকে আসছে চার কোটি ডিমবরিশাল-পটুয়াখালী- পিরোজপুর- ঝালকাঠীতে বিএনপিসমুদ্রে ভাসতে থাকা ২৩ জেলেকে উদ্ধারলঙ্কানদের বিধ্বস্ত করে চ্যাম্পিয়ন ভারতজমির মিথ্যা দলিল করলে ৭ বছরের কারাদণ্ডভারতের বিপক্ষে খেলবেন না মুশফিকবিশ্বের পাঁচটি বর্ধনশীল অর্থনীতির একটি বাংলবরিশালে ২৪ ঘণ্টায় ৭ ডেঙ্গু রোগীর মৃত্যু, হাসপবরিশালে একদিনে ৩১৮ জন ডেঙ্গু আক্রান্তআবারও বরিশাল রেঞ্জের শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলএডিসি হারুন সাময়িক বরখাস্ত৮ মিনিটে পদ্মা পাড়ি দিল পরীক্ষামূলক ট্রেনপ্রাথমিকে বৃত্তি পরীক্ষা আর থাকবে নাদেশে আনকাট সেন্সর পেলো ‘জাওয়ান’, মুক্তি আজই
%d bloggers like this: