বরিশাল ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে নারী শিক্ষা বিস্তারের লক্ষ্যে ১৯৬৯ সালে প্রতিষ্ঠিত শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ৪৮ তম বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা অনুষ্ঠিত।
বুধবার সকাল ৯টায় প্রধান অতিথি হিসাবে ফিতা কেটে, জাতীয় পতাকা উত্তোলন এবং বেলুন উড়িয়ে শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক
ক্রীড়া প্রতিযোগিতা উদ্বোধন করেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী।
বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা রাহিমা মিনি এর সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন প্রেসক্লাবের নব নির্বাচিত সভাপতি কাজী শামসুর রহমান ইকবাল।
বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের নবনির্বাচিত সাধারন সম্পাদক মুফতি সালাউদ্দিন, লতিফ মিউনিসিপ্যাল সেমিনারীর প্রধান শিক্ষক মোঃ জাকির হোসেন, জেলা পরিষদের সদস্য ও বিদ্যুৎসাহী সদস্য সালামা জাহান, পৌরসভার কাউিন্সলর মোঃ দেলোয়ার হোসেন আকন, জেলা কালেক্টরেট কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট অমিত রয়, দিলারা আক্তার, রুনান্ট চাকমা ও মোঃ
আসাদুজ্জামান, সহকারী প্রধান শিক্ষক মোঃ নুরুল আমিন, সহকারী শিক্ষক মোঃ আশ্রাফ আলী, মোঃ আব্দুস সালঅম, মোঃ আসাদুজ্জামান, অভিভাবক সদস্য হুমায়ুন কবির, মশিউর রহমান। সন্ধ্যায় সাংস্কৃতিক ও পুরস্কার বিতরনের মধ্যে দিয়ে দিনব্যাপী শের-ই-বাংলা বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা সম্পন্ন হয়।