নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশি জড়িত- বরিশাল বিভাগীয় কমিশনার

  • আপডেট টাইম : মার্চ ০৮ ২০২০, ১৮:৩২
  • 731 বার পঠিত
নারী নির্যাতনের ঘটনায় নারীরাই বেশি জড়িত- বরিশাল বিভাগীয় কমিশনার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার\ বরিশাল বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী বলেছেন, আমাদের সমাজে অনেক নারী নেত্রী রয়েছেন যারা বাহিরে সভা-সেমিনার ও সমাজ সেবার কাজ পরিচালনা করে থাকেন। আবার অনেক ক্ষেত্রে দেখতে পাওয়া যায় তারা বাড়িতে ফিরে গৃহকর্মী, পুত্রবধূ বা কন্যাদের নির্যাতন করেন। তাদের মত ব্যক্তিত্বের অধিকারীদের কাছে এসব কাম্য নয়। এধরনের মানসিকতা থেকে তাদের বের হয়ে আসার আহবান জানান বিভাগীয় কমিশনার।
’প্রজন্ম হোক সমতার সকল নারীর অধিকার’ এই প্রতিপাদ্য নিয়ে আজ রবিবার আন্তর্জাতিক নারী দিবস ২০২০ উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় এই আহবান জানান বিভাগীয় কমিশনার মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
তিনি বলেন, অনেক পরিবারে নারী নির্যাতনের ঘটনা ঘটে। এক্ষেত্রে দেখা যায়, মূলত নারীরাই বেশি জড়িত। সভা-সেমিনার করে বা এককভাবে এসব সমাধান করা যাবে না। একারণে শুধু শহরেই নয়, জন্য গ্রামের দিকেও নজর দিতে হবে। যেখানে প্রতিনিয়ত নারী নির্যাতনের ঘটনা ঘটছে। এ ধরনের কর্মকাÐরোধে নারী নেত্রীদের এগিয়ে আসারও আহবান জানান বিভাগীয় কমিশনার।
বরিশাল জেলা প্রশাসন, মহিলা অধিদপ্তর সহ সকল উন্নয়ন সংস্থার আয়োজনে ও বরিশাল জেলা প্রশাসক এস.এম অজিয়র রহমানের সভাপতিত্বে আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বরিশাল মেট্রোপলিটন পুলিশ কমিশনার মোঃ শাহাবুদ্দিন খান বিপিএম (বার), বরিশাল জেলা অতিরিক্ত পুলিশ সুপার নাইমুল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট তৌহিদুজ্জামান পাভেল, বরিশাল মহিলা অধিদপ্তরের উপ-পরিচালক দিলারা খানম,ব রিশাল সচেতন নাগরিক কমিটির সভাপতি অধ্যাপিকা (অবঃ) শাহ্ সাজেদা, বরিশাল মহিলা পরিষদ সভাপতি রাবেয়া খাতুন, উন্নয়ন সংস্থা আভাস’র নির্বাহী পরিচালক রহিমা সুলতানা কাজল, উন্নয়ন সংস্থা সেন্ট বাংলাদেশ’র নির্বাহী পরিচালক কাজী জাহাঙ্গীর প্রমুখ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d