বরিশাল ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ ১৭ মার্চ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে পটুয়াখালী জেলা আওয়ামীলীগ দিনব্যাপী বিভিন্ন কর্মসূচী হাতে নিয়েছে। কর্মসূচীর মধ্যে রয়েছে, ১৭ মার্চ সকাল ৭ টায় জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতীয় পতাকা ও দলীয় পতাকা উত্তোলন, সকাল ৭.১৫ মিনিটে
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন, ৭.৩০ মিনিটে বঙ্গবন্ধুর মুরালে শ্রদ্ধাঞ্জলী, দিনভর জেলা আওয়ামীলীগ কার্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাষন সম্প্রচার, সন্ধ্যা ৭ টায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শুভ জন্মদিনে দোয়া অনুষ্ঠান, রাত ৮ টায় পটুয়াখালী সরকারী জুবিলী উচ্চ বিদ্যালয় মাঠে আতশবাজি, রাত ১০টায় পটুয়াখালী কেবল নেটওয়ার্ক থেকে পূর্ন দৈর্ঘ্য ছায়াছবি পলাশী থেকে ধানমন্ডী প্রদর্শন, এ প্রদর্শন জেলারর সকল ইউনিয়নে নির্দিষ্ট স্থানে প্রদর্শিত হবে। উক্তসব অনুষ্ঠান সমূহে জেলা
আওয়ামীলীগসহ সকল অঙ্গ ও সহযোগী সংগঠনের সকল স্তরের নেতা-কর্মীদের উপস্থিতি কামনা করেছেন জেলা আওয়ামীলীগের সাধারন সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আবদুল মান্নান। এ ছাড়াও জেলা প্রশাসন সকাল ৮টায় ডিসি মঞ্চে জাতীয় পতাকা উত্তোলন, বঙ্গবন্ধুর মুর্যালে পুষ্পস্তাবক অর্পন, সন্ধ্যা রাতে ডিসি মঞ্চে আতশবাজি উৎসব কর্মসূচী গ্রহন করেছে।