বরিশাল ৬ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২১শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২২শে রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাস আতঙ্ককে পুঁজি করে বেশী দামে দ্রব্যমূল্য এবং মূল্য তালিকা না টানানোর অভিযোগে ১০টি দোকানে ৪২ হাজার টাকা অর্থ দন্ড করেছে ভ্রাম্যমান আদালত।
জানাগেছে, নির্বাহী ম্যাজিস্ট্রেট গোলাম সরোয়ার, মানস চন্দ্র দাস, জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ ও জেলা মার্কেটিং অফিসার নুরুন্নাহার বেগম এর সমন্বয়ে পুরান বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে বেশী দামে দ্রব্যমূল্য এবং মূল্য তালিকা না টানানোর অভিযোগে ৬ টি দোকানে ১৭ হাজার টাকা এবং নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সদর উপজেলা নির্বাহী অফিসার লতিফা জান্নাতী এর নেতৃত্বে নতুন বাজার মোবাইল কোর্ট পরিচালনা করে একই অভিযোগে ৪টি দোকানে ২৫ হজার টাকা জরিমানা আদায় করেছে।
জেলা স্যানিটারী ইন্সেপেক্টর মহিউদ্দিন আল মাসুদ জানান বেশী দামে পন্য বিক্রি ও মূল্য তালিকা না টানানোর দায়ে দোকানীকে বেশী মূল্যে দ্রব্য বিক্রির দায়ে পুরান বাজার আসাদ ব্যাপারী ও জব্বার মুন্সিকে ৩ হাজার টাকা করে ৬ হাজার টাকা, সরোয়ার, বাদশা ও সেকান্দার মোল্লাকে ২ হাজার করে ৬ হাজার টাকা এবং হারুন সরদারকে ৫ হাজার টাকা অর্থ দন্ড করা হয়েছে।
সদর ইউএনও লতিফা জান্নাতী জানান, শনিবার সকালে নতুন বাজার এলাকায় অভিযান চালিয়ে বেশী মূল্যে বিক্রি এবং মূল্য তালিকা না থাকার কারনে মকবুল, মন্নান ও সোহেলের মুদী দোকানে ৫ হাজার করে ১৫ হাজার টাকা এবং খোকনকে ১০ হাজার টাকা অর্থ দন্ড করা হয়। বাজার নিয়ন্ত্রনে জেলা প্রশাসনের এ অভিযান অব্যাহত থাকবে বলে জেলা ম্যাজিস্ট্রেট এ. সরফরাজ এ প্রতিনিধিকে জানান।