বরিশাল ২রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৭ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৮ই রজব, ১৪৪২ হিজরি
সরকারি নির্দেশ অমান্য করে কোচিং কার্যক্রম চালিয়ে যাওয়ার অপরাধে একটি মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষককে তিন দিনের বিনাশ্রম করাদন্ড প্রদান করা হয়েছে।রোববার (২২ মার্চ) বরিশাল জেলা প্রশাসক এসএম অজিয়র রহমানের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. নাজমুল হুদা এ মোবাইল কোর্ট পরিচালনা করেন।
সরকারী নির্দেশনা উপেক্ষা করে বরিশাল নগরীর স্ব-রোডস্থ বাকলার মোড় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের ২য় তলায় শিক্ষার্থীদের কোচিং করাচ্ছিলেন বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বেপারী।
এ অপরাধে দন্ডবিধি ১৮৬০ এর ১৮৮ ধারায় টাউন মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মৃম্ময় বেপারীকে তিন দিনের বিনাশ্রম করাদন্ড দেয়া হয়েছে।