বরিশাল ৩রা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৮ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৯শে রজব, ১৪৪২ হিজরি
পটুয়াখালী প্রতিনিধিঃ পটুয়াখালীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাব হতে সৃষ্ট মহামারির ঝুঁকি মোকাবেলায় এবং জেলার মানুষের স্বাস্থ্য ঝুঁকির কথা বিবেচনা করে সংশ্লিস্ট মন্ত্রনালয়ের নির্দেশ মোতাবেক সারাদেশের ন্যায় পটুয়াখালীতে সকল প্রকার যাত্রীবাহী লঞ্চ, আন্তঃজেলা বাস সার্ভিস, দুরপাল্লার ও স্বল্প পাল্লার গণপরিবহন এবং সকল প্রকার অটোরিক্সা, অটোবাইক, হজিবাইক ইত্যাদি গণপরিবহন পরবর্তী নির্দেশ না দেয়া পর্যন্ত বন্ধ রাখার জন্য নির্দেশ দিয়েছেন জেলা প্রশাসক মোঃ মতিউল ইসলাম চৌধুরী। এ নির্দেশ কার্যকর করার জন্য প্রচার মাইকিংসহ সংশ্লিস্ট বিভিন্ন দপ্তর ও সংস্থার কাছে চিটি প্রদান করা হয়েছে বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন জানান।
পটুয়াখালী নদী বন্দর কর্মকর্তা খাজা সাদিকুর রহমান জানান, আজ মঙ্গলবার ঢাকা থেকে যাত্রীবাহী লঞ্চ সুন্দরবন-৮, এ আর খান-১ ও রাসেল-৪ ডাবল ডেকার লঞ্চ পটুয়াখালীতে এসেছে। এ ৩টি লঞ্চসহ অন্যান্য আন্তঃরুটের সকল লঞ্চ সংশ্লিস্ট উর্ধ্বতন কর্তৃপক্ষ ও স্থানীয় প্রশাসনের নির্দেশে টার্মিনালে নোঙ্গর করে রাখা হয়েছে। বরিশাল ও খুলনা বিভাগের আঞ্চলিক বাস মালিক সমিতির সিনিয়র সহসভাপতি মোঃ মিজানুর রহমান জানান, পটুয়াখালীতে সকল ধরনের যাত্রীবাহী বাস চলাচল বন্ধ করা হয়েছে।
এ দিকে পটুয়াখালী করোনা সেল সূত্রে জানাগেছে, এ পর্যন্ত জেলায় ৬০৩ জন কোয়ারেন্টাইনে আছে এবং ১৫২ জন কোয়রেন্টাইন (১৪ দিন পর) থেকে ছাড়পত্র দেয়া হয়েছে।
এছাড়া করোনা ভাইরাস প্রতিরোধে সতর্কবার্তা যথাযথভাবে বাস্তবায়নে জেলা প্রশাসনকে সহায়তা করার জন্য সেনা সদস্যদের একটি দল বুধবার সকালে পটুয়াখালীতে এসে পৌছবেন বলে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ হেমায়েত উদ্দিন জানান।