বরিশাল ২১শে এপ্রিল, ২০২১ খ্রিস্টাব্দ | ৮ই বৈশাখ, ১৪২৮ বঙ্গাব্দ | ৮ই রমজান, ১৪৪২ হিজরি
দৌলতখান (ভোলা) প্রতিনিধি।। দৌলতখানে করোনা আতঙ্কে কর্মজিবী দরিদ্র মানুষগুলো যখন অসহায় হয়ে গৃহবন্ধী অবস্থায় রয়েছে ঠিক সে মূহুর্তেই ক্ষতিগ্রস্থ পরিবার গুলোর ঘরে ঘরে খাদ্য সামগ্রী পৌঁছে দিলেন উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান ও উপজেলা নির্বাহি অফিসার জীতেন্দ্র কুমার নাথ। রোববার সকালে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে এ খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হয়। এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আইনুন নাহার রেনু, ভবানীপুর ইউপি চেয়ারম্যান গোলামনবী নবু, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও হাজিপুর ইউপি চেয়ারম্যান হামিদুর রহমান টিপু সহ বিভিন্ন নেতৃবৃন্দ। ইউএনও জীতেন্দ্র কুমার নাথ বলেন, ভোলা-২ আসনের মাননীয় সাংসদ আলহাজ্ব আলী আজম মুকুল মহোদয়ের পরামর্শে কর্মহীন এসব পরিবারের মাঝে ১০কেজি চাল, ৫কেজি আলু, ২ কেজি ডাল বিতরণ করা হয়েছে।পর্যায়ক্রমে ১হাজার পরিবারের মাঝে এসব খাদ্য সামগ্রী পৌঁছে দেয়া হবে। তিনি আরো বলেন, এই বিপদের সময় কাউকে খাদ্যাভাবে ভুগতে হবেনা। সরকারের পক্ষ থেকে সব ধরনের প্রস্তুতি নেয়া হয়েছে।