বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
বরগুনার বেতাগী উপজেলায় ষাটোর্ধ্ব এক বৃদ্ধের বিরুদ্ধে ১০ বছরের এক কন্যাশিশুকে যৌন নিপীড়নের অভিযোগ উঠেছে। শুক্রবার ( ১৭ এপ্রিল) বিকেলে বেতাগী উপজেলার হোসনাবাদ ইউনিয়নে এই ঘটনা ঘটে।
এ ঘটনায় অভিযুক্ত ব্যক্তিকে আটক করেছে পুলিশ। আটককৃত ব্যক্তির নাম আমজেদ আলী খাঁ (৬২)। শিশুটিকে বর্তমানে থানা হেফাজতে রাখা হয়েছে। সে চতুর্থ শেণিতে পড়ে।
শুক্রবার বিকেলে শিশুটি বাড়ির পাশের খালে বরশি দিয়ে মাছ ধরছিল। এসময় অভিযুক্ত আমজেদ তাকে গাছ থেকে আম পাড়ার প্রলোভন দেখিয়ে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করার উদ্যেশ্যে ধস্তাধস্তি করে। শিশুটির চিৎকারে আশপাশের লোকজন এগিয়ে এলে বৃদ্ধ পালিয়ে যাওয়ার চেষ্টা করে। আশেপাশের লোকজন তাকে আটক করে থানা পুলিশকে খবর দেয়।
এ বিষয়ে বেতাগী থানার ওসি কাজী সাখাওয়াত হোসেন তপু বলেন, যৌন নিপীড়নের অভিযোগে রাতেই এক বৃদ্ধকে আটক করা হয়েছে।তার বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে।