বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
বিশ্বজুড়ে প্রাণঘাতী করোনাভাইরাসের তাণ্ডব বেড়েই চলছে। এখন পর্যন্ত বিশ্বব্যাপী করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মারা গেছেন এক লাখ ৯৭ হাজার ২৪৬ জন।
এছাড়া এ ভাইরাস শনাক্ত হয়েছে ২৮ লাখ ৩০ হাজার ৮২ জনের শরীরে। এর মধ্যে সুস্থ হয়েছে ৭ লাখ ৯৮ হাজার ৭৭৬ জন।
আজ শনিবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত এ সংখ্যা নিশ্চিত করেছে করোনা ভাইরাসে আক্রান্তদের সংখ্যা ও প্রাণহানির পরিসংখ্যান রাখা ওয়েবসাইট ওয়ার্ল্ডোমিটার। এরইমধ্যে ২১০টির বেশি দেশ ও অঞ্চলে ছড়িয়েছে করোনা ভাইরাস।
ওয়ার্ল্ডওমিটারের তথ্যানুযায়ী, ভাইরাসটিতে আক্রান্তদের মধ্যে ১৭ লাখ ৭৫ হাজার ৫১১ জনের রয়েছে মৃদু সংক্রমণ। তবে ৫৮ হাজার ৫২৩ জনের অবস্থা গুরুতর।
সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে যুক্তরাষ্ট্রে। দেশটিতে মোট শনাক্ত রোগীর সংখ্যা ৯ লাখ ২৫ হাজার ৩৮ জন। মৃত ৫২ হাজার ১৮৫ জন। স্পেনে সংক্রমিত রোগীর সংখ্যা ২ লাখ ১৯ হাজার ৭৬৪ জন।মারা গেছে ২২ হাজার ৫২৪ জন। বাংলাদেশে ভাইরাসটি শনাক্ত হয়েছে ৪ হাজার ৬৮৯ জনের শরীরে। আক্রান্তদের ১৩১ জন মারা গেছে। এছাড়া সুস্থ হয়েছে ১১২ জন।