রাজাপুরে নবীজিকে কটুক্তি করায় মামলা, কটুক্তিকারি গ্রেফতার

  • আপডেট টাইম : জুলাই ০৬ ২০২০, ২০:১৫
  • 753 বার পঠিত
রাজাপুরে নবীজিকে কটুক্তি করায় মামলা, কটুক্তিকারি গ্রেফতার
সংবাদটি শেয়ার করুন....

রাজাপুর প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে হযরত মুহাম্মদ (সাঃ) কে কটুক্তির ঘটনায় আব্দুল শুক্কুর ওরফে পান শুক্কুর (৫২) কে আটক করেছে রাজাপুর থানা পুলিশ। রবিবার রাতে উপজেলার কেওতা গ্রাম থেকে তাকে আটক করা হয়। আটককৃত আব্দুল শুক্কুর ঐ এলাকার মৃত মকরুব আলীর পুত্র। এ ঘটনায় আজ সোমবার দুপুরে শুক্কুরকে আসামি করে স্থানীয় মোঃ দুলাল হাওলাদার এর স্ত্রী মোসাঃ জেসমিন বেগম বাদী হয়ে রাজাপুর থানায় মামলা দায়ের করেন (মামলা নম্বর ০৫)।

স্থানীয় মাহবুবুর রহমান, জহিরুল ইসলাম, মাসুদুর রহমান মিলন, নাসির উদ্দিন হাওলাদার জানায়, শুক্কুর ও তার চাচা শ্বশশুর মোঃ আমজেদ আলীর একই বাড়িতে বসবাস করেন। তাদের মধ্যে জমিজমা নিয়ে দির্ঘদিন থেকে বিরোধ চলে আসছিল। ঘটনার সময় রবিবার রাতে শুক্কুর তার চাচা শ্বশুর আমজেদ জমিজমা নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। এক পর্যয় আমজেদ নবীজির নামে শপথ করে বলেন যে সে যদি শুক্কুরকে জমিজমার অধিকার থেকে বঞ্চিত করে তবে নবী যেন তাকে সাফায়েত না করে। এ কথা শুনে শুক্কুর নবীজিকে কটুক্তি করে নবীজির মাকে তুলে গালি দেয়।

এ সময় আমজেদ এর ঘরের পাশেই সুলতার মার্কেটের দোকানে বসে থাকা স্থানীয় লোকজন বাড়ির মধ্যে গিয়ে প্রতিবাদ জানায় ও শুক্কুরকে আটক করেরাখে। পরে তারা রাতেই কটুক্তিকারির বিচার দাবি করে বিক্ষোভ মিছিল করে। খরব পেয়ে রাজাপুর থানা পুলিশ ঘটনা স্থলে পরিদর্শন করে এবং পরিস্থিতি শান্ত রাখতে শুক্কুরকে আটক করে থানায় নিয়ে আসে। আজ সোমবার দুপুরে শুক্কুরকে আসামি করে মামলা রুজু করা হয়।

রাজাপুর থানা অফিসার ইনচার্জ মোঃ জাহিদ হোসেন জানান, নবীজিকে কটুক্তিকারি শুক্কুরকে আসামি করে মামলা রুজু করা হয়েছে। তাকে ঝালকাঠি আদালতে পাঠানোর প্রস্তুতি চলছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d