শিক্ষা প্র‌তিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারীর আত্মকথা

  • আপডেট টাইম : আগস্ট ০৫ ২০২০, ১৪:৫৪
  • 1841 বার পঠিত
শিক্ষা প্র‌তিষ্ঠান ৩য় শ্রেণী কর্মচারীর আত্মকথা
সংবাদটি শেয়ার করুন....

১। আমরা কারা?
* আমরা দেশের বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের তৃতীয় শ্রেণি কর্মচারী।

২। আমাদের কাজ কি?
ক। বুক দিয়ে প্রতিষ্ঠান আগলে রাখা।
খ। সামান্য নাম মাত্র বেতনে প্রতিষ্ঠানের সকল কাজ নিজের মনে করে করা।

৩। আমরা প্রতিষ্ঠানের জন্য কি কি করি?
ক। প্রতিদিন সকাল ৭টায় প্রতিষ্ঠানে আসি, বিকাল ৫ টায় যাই। মাঝে মাঝে রাত ৯/১০ টাও বাজে।
খ। বিভিন্ন অফিস /আদালতে দৌড়ানো।
গ। বার্ষিক পরিকল্পনা থেকে হিসাব নিকাশ পর্যন্ত সব কিছু ঠিক -ঠাক রাখা।
ঘ। ক্রীড়া, সাংস্কৃতিক, বিভিন্ন দিবসপর সকল কাজে করা।
ঙ। পরীক্ষা সংক্রান্ত কাজ। হল সাজানো থেকে খাতা বিলি,গ্রহণ পর্যন্ত সব কাজ ও রেজাল্ট তৈরী।
চ। ১/২ শত রেজিস্টার মেইনটেইন করতে হয়।
ছ। রুটিনে ক্লাস থাকে। কোন শিক্ষক না থাকলে তো কথাই নেই।
জ। বিশেষ করে কম্পিউটার সংক্রান্ত সকল কাজ। যেমনঃ ই-মেইল আদান/প্রদান, ব্যানবেইজ, ইএম আইএস, বিভিন্ন জরিপ, কম্পোজ।
ঝ। বৃত্তি ও উপবৃত্তির কাজ।
ঞ। সরকারি, বেসরকারি বেতন বিল তৈরী করা।
ট। প্রধান শিক্ষক ও সহকারী শিক্ষকদের অতিরিক্ত কাজ করে দেওয়া।
ঠ। ম্যানেজিং কমিটির কাজ।
ড। বন্ধের দিনে স্কুল করা।
ঢ। আমাদের নাকি ছুটি নেই? নেই অ‌ফিস টাইম।

৪। বিনিময়ে প্রতিষ্ঠান থেকে আমারা কি পাই?
ক। নেই সম্মানজনক বেতন।
খ। নেই পদন্নোতি।
গ। দশ বছরের মূল্য ৪০০/-
ঘ। নেই কম্পিউটার ট্রেনিং।
ঙ। অতিরিক্ত কাজে স্কেল ছোট বলে প্রাপ্তির অংকটাও ছোট।
চ। নেই ভবিষ্যৎ, আছে শুধু টাকা কাটার ধান্দা।
ছ। নেই সন্তানের উন্নত শিক্ষা + উজ্জ্বল ভবিষ্যৎ।
( আরও অগণিত অবহেলা)

৫। কেনো আমরা সংগঠন করবো?
ক। এখনকার পৃথিবীতে একক শক্তি কোন বৃহৎ অপশক্তির বিরুদ্ধে লড়তে পারে না।
খ। ঐক্য বা সংগঠন না থাকলে কেউ আমাদের কথা বলবে না? কেউ শুনবে ও না?
গ। শিক্ষকরা আমাদের ভালো চাইবে না?

৬। আমাদের এখন কি করতে হবে?
ক।প্রত্যেকে নিজের অবস্থান থেকে উপজেলা, জেলা কে সংগঠিত করতে হবে।
খ। সকলে একটি প্লাটফর্মে আসতে হবে। কেউ যেনো বাদ না যায়?
গ। বৃহৎ আন্দোলনের প্রস্তুতি নিতে হবে। ইনশাল্লাহ

৭। সংগঠন আপনার জন্য যা করবে?
ক। আপনার উপর প্রতিষ্ঠান থেকে কোন অন্যায় হলে তা রুখে দিবে।
খ। আপনার ন্যায্য দাবী আদায় করতে সচেষ্ট থাকবে। যেমনঃ ৬৪ জেলা প্রশাসক, ডিডি,ডিজি, বোর্ড চেয়ারম্যান, মন্ত্রী, প্রধানমন্ত্রীর নিকট স্মারক লিপি প্রদান করবে। ইনশাল্লাহ।

৮। সংগঠন আপনার জন্য যে দাবী নিয়ে রাজপথে নামবে?
ক। স্কেল পরিবর্তনের দাবি।
খ। পদন্নোতির ব্যবস্থা করতে হবে।
গ। ১০০% বোনাস
ঘ। সরকারি নিয়মে বাড়ী ভাড়া ও চিকিৎসা ভাতার।
ঙ। শিক্ষা ভাতা চালু করতে হবে।
চ। কম্পিউটার ট্রেনিং এর ব্যবস্থা করতে হবে।
ছ। কল্যাণ, অবসর বিলুপ্ত করে পেনশন চালু করতে হবে।
জ। বদলির ব্যবস্থা করতে হবে।
ঝ। ম্যানেজিং কমিটিতে অন্তর্ভুক্ত করা।

৯। আমরা সরকার কে যা দিচ্ছি এবং দেবো।
ক। শিক্ষাগত যোগ্যতা স্নাতক ডিগ্রী।
খ। কম্পিউটার শিক্ষার সরকারি সনদ।
গ। মেধা ও পরিশ্রম দিয়ে প্রতিষ্ঠানের উন্নয়নে সকলের চেয়ে বেশি অবদান রাখা।
ঘ। সরকারের উন্নয়নমূলক কার্যক্রমে অংশগ্রহণ করা।

সুতরাং আমারা সুসংগঠিত হতে পারলে একদিন আমাদের দাবি পূরণ হবে ইনশাল্লাহ।

মোঃ মাসুদুর রহমান
১নং যুগ্ম সাধারণ সম্পাদক
বাবেশিপ্রতৃশ্রেকপ
০১৭৭৭৩৬৭০৬৩

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d