বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ ঘণ্টা পর ২০ জেলে উদ্ধার

  • আপডেট টাইম : আগস্ট ০৭ ২০২০, ১৯:০৭
  • 695 বার পঠিত
বঙ্গোপসাগরে ট্রলারডুবি, ১৮ ঘণ্টা পর ২০ জেলে উদ্ধার
সংবাদটি শেয়ার করুন....

সুন্দররবন সংলগ্ন কচিখালীর লাশমি এলাকায় ঝড়ের কবলে পরে পাথরঘাটা উপজেলার বাদুরতলা গ্রামের আনছার খানের মালিকানা এফবি সিমা-২ নামের একটি মাছ ধরা ট্রলার ডুবে গেছে। ঘটনাস্থল পাথরঘাটা থেকে প্রায় ১২০ কিলোমিটার দক্ষিণ-পশ্চিমে। প্রায় ১৮ ঘণ্টা পর আজ শুক্রবার সকাল ৯টার দিকে জেলেদের ভাসমান অবস্থায় উদ্ধার করা হয়। তবে ইলিশ বোঝাই ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি।

এর আগে বৃহস্পতিবার (৬ আগস্ট) বিকেল ৩টার দিকে ঝড়ের কবলে এফবি সিমা-২ ট্রলারটি ২০ জেলেসহ ডুবে যায়। গত ২৩ জুলাই ৬৫ দিনের মাছ আহরণে অবরোধ শেষে জেলেরা সাগরে মাছ ধরতে যায়।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, সুন্দরবন সংলগ্ন কচিখালীর পশ্চিমে লাশমি এলাকায় ঝড়ের কবলে আনছার খানের মালিকানাধীন এফবি সিমা-২ ট্রলারের ২০ জেলে মাছ ধরার জন্য জাল ফেলে অপেক্ষা করছিল। তখন আকষ্মিক ঝড়ে ট্রলারটি ডুবে যায়। এমন সময় কাছাকাছি থাকা এফবি বশির ট্রলারের মাঝি মো. ইব্রাহিমসহ জেলেদের সহযোগিতায় ডু্বে যাওয়া ট্রলারের ২০ জেলেকে ভাসমান অবস্থায় উদ্ধার করতে পারলেও ট্রলারটি উদ্ধার করা সম্ভব হয়নি। উদ্ধারকৃত ২০ জেলে সকলেই অসুস্থ থাকায় সাগরে বসেই তাদের শরীরের তাপমাত্রা ফিরিয়ে আনার জন্য গরম পানি গরম কাপড় দিয়ে সেবা প্রদান করেন উদ্ধারকারী জেলেরা।

গোলাম মোস্তফাা চৌধুরী আরও জানান, উদ্ধারকৃত জেলেদের ফিরিয়ে আনতে দুটি ট্রলার পাঠানো হয়েছে।

এদিকে কোস্টগার্ডের পাথরঘাটা স্টেশন কমান্ডার লে. মেহেদি হাসান বলেন, আবহওয়া অনুকূল নয় তবু সকালেই জেলেদের উদ্ধারের জন্য একটি টিম সাগরে গেছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d