বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্ধোধন

  • আপডেট টাইম : আগস্ট ২২ ২০২০, ১৩:৩৯
  • 794 বার পঠিত
বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত কেন্দ্রীয় মসজিদের উদ্ধোধন
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ বরিশাল বিশ্ববিদ্যালয়ের নব নির্মিত কেন্দ্রীয় মসজিদের কার্যক্রম শুক্রবার বাদ আছর নামাজ আদায় করার মাধ্যমে উদ্ধোধন করা হয়েছে। মসজিদের উদ্ধোধন করেন বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপচার্য প্রফেসর ড. মো. ছাদেকুল আরেফিন।

এ সময় আরো উপস্থিত ছিলেন বিশ্বাবদ্যালয়ের ডিন,রেজিস্ট্রাট,প্রক্টর,শিক্ষক,শিক্ষার্থী ও বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, পরিচালক,দপ্তর প্রধান, কর্মকর্তা-কর্মচারী,বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সমিতির নেতৃবৃন্দ, স্থানীয় মুসল্লী সহ শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা এবং মসজিদ নির্মান প্রস্তুতকারী ঠিকাদার।

নব নির্মিত মসজিদে নামাজ আদায়ের পর উপচার্য প্রফেসর জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান কে শ্রদ্ধাবনত চিত্তে স্মরন করে বলেন, বরিশাল বিশ্ববিদ্যালয় জাতীর পিতার একটি স্বপ্নের বিশ্বক্ষদ্যালয়। জাতীর পিতার এস্বপ্নকে বাস্তবে রুপ দিয়েছেন তারই সুযোগ্য কণ্যা মাননীয় প্রধানমন্ত্রী জন নেত্রী শেখ হাসিনা। তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

উপচার্য এসময় জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মজিবুর রহমান সহ ৭৫ সালের ১৫ই আগস্ট শাহাদৎ বরনকারী তার পরিবার সহ অন্যান্য সদস্য সহ ২০০৪ সালের ২১ই আগস্টে গ্রেনেড হামলাকারীদের বিচারের আওতায় এনে শাস্তি নিশ্চিত করার পাশাপাশি এর সাথে ষড়যন্ত্রের সাথে জড়িত তাদের মুখোশ উম্মোজচনের দাবী জানান। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সুস্থতা ও তার দীর্ঘয়ূ কামনা করে দোয়া-মোনাজাত করেন।

উল্লেখ্য, বরিশাল বিশ্ববিদ্যালয়ের আধুনিক স্থাপত্য শৈলির দৃষ্টিনন্দন কারুকার্য খচিত তিনতলা বিশিষ্ট এ মসজিদটিতে এক সাথে ২শত ৫০ জন মুসুল্লী একসাথে জামায়াতের সাথে নামাজ আদায় করতে পারবেন। মসজিদটির কাজ সম্পূর্ণ করতে নির্মান ব্যায় হয়েছে প্রায় ৭ কোটি টাকা। ২০১৮ সালে জানুয়ারী মাসে বরিশাল বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদ নির্মান কাজ শুরু হয়েছিল।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d