ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী মতবিনিময়

  • আপডেট টাইম : সেপ্টেম্বর ২০ ২০২০, ০৫:৫৩
  • 697 বার পঠিত
ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে  অতিরিক্ত পুলিশ সুপারের বিদায়ী মতবিনিময়
সংবাদটি শেয়ার করুন....

ঝালকাঠি প্রতিনিধি ॥
ঝালকাঠির অতিরিক্ত পুলিশ সুপার এম এম মাহমুদ হাসানের এন্টি টোরোরিজম ইউনিটে বদলী হওয়ায় সাংবাদিকদের সঙ্গে বিদায়ী মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। রবিবার বেলা ১২টায় ঝালকাঠি প্রেস ক্লাবের সদস্যদের সঙ্গে তিনি মতবিনিময় করেন। এতে সভাপতিত্ব করেন প্রেস ক্লাবের সভাপতি চিত্তরঞ্জন দত্ত। অন্যদের মধ্যে বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক মো. আক্কাস সিকদার। অনুষ্ঠান পরিচালনা করেন সহসাধারণ সম্পাদক কে এম সবুজ। এসময় মাহমুদ হাসান ঝালকাঠিতে তাঁর কর্মময় জীবনের নানা স্মৃতি তুলে ধরেন। তাঁর সকল কাজে সাংবাদিকদের পাশে পাওয়া এবং সমর্থনের প্রশংসা করেন। তিনি বলেন এই চলে যাওয়া মানেই সম্পর্কের বন্ধন ছিন্ন করা নয়, ঝালকাঠির মানুষের সঙ্গে তাঁর আত্মার সম্পর্ক তৈরি হয়েছে। এ সম্পর্ক সবসময় ধরে রাখবেন বলেও প্রতিশ্রুতি দেন এই পুলিশ কর্মকর্তা। একই দিন দুপুরে ঝালকাঠি টেলিভিশন সাংবাদিক সমিতির কার্যালয়ে সদস্যদের সঙ্গে মতবিনিময় করেন তিনি। এতে সভাপতিত্ব করেন সংগঠনের কাজী খলিলুর রহমান। উপস্থিত ছিলেন সাধারণ সম্পাদক শফিউল আজম টুটুলসহ অন্য সদস্যরা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d