ভুক্তভোগীর নিকট সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই- অতিরিক্ত বিএমপি কমিশনার

  • আপডেট টাইম : নভেম্বর ০৪ ২০২০, ০৭:০২
  • 728 বার পঠিত
ভুক্তভোগীর নিকট সেবা পৌঁছে দিতে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই- অতিরিক্ত বিএমপি কমিশনার
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার।। বুধবার ০৪ নভেম্বর বন্দর থানা বিএমপি কর্তৃক “ওপেন হাউজ ডে ” অনুষ্ঠিত হয়।

বিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার প্রলয় চিসিম উক্ত ওপেন হাউজ ডে’তে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।

এসময়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন। তিনি আরো বলেন, আমরা পাকিস্তানের পুলিশ নই, আমরা স্বাধীন বাংলার পুলিশ।ভুক্তভোগীর সেবা পৌঁছে দিতে বেতন রেশনের বাহিরে অনৈতিকভাবে লাভবান হওয়ার সুযোগ নেই।

তিনি আরও বলেন, দেশ উন্নত করার জন্য নারী পুরুষ সবাইকে একসাথে কাজ করতে হবে, মাদক থেকে সবাইকে দূরে থাকতে হবে। আমাদের দেশ মাদক তৈরি না করলেও কিছু কুলাঙ্গার মানুষ দেশকে নষ্ট করার জন্য মাদক চালানকারিদের সাহায্যের মাধ্যমে আমাদের দেশে মাদকের বিস্তার করার চেষ্টা করছে।

তিনি আরও বলেন, থানা জনগণের শেষ আশ্রয়স্থল, অপরাধ দানাবাঁধার আগেই অপরাধ নিয়ন্ত্রণে আনতে আমরা আরও ক্ষুদ্র ক্ষুদ্র এরিয়ায় বিভক্ত হয়ে কমিউনিটি পুলিশিংএর পরিপূরক বিটপুলিশিং কার্যক্রম নিয়ে আপনাদের দোরগোড়ায় পৌঁছে গেছি। আমাদের তথ্য দিয়ে পাশে থাকুন।

উপ-পুলিশ কমিশনার বিএমপি দক্ষিণ বিএমপি মোঃ মোকতার হোসেন পিপিএম সেবা বলেন, আমরা সুবিধা বঞ্চিত নারী তথা ভুক্তভোগীর পক্ষে। ভুক্তভোগী যেভাবে সুবিধা পাবে সেভাবেই ব্যবস্থা নেয়ার চেষ্টা করবো।

অপরাধ নিয়ন্ত্রণে পুলিশ জনতা এক হয়ে কাজ করতে হবে। কোথাও কোন অপরাধ সংগঠিত হওয়ার আগেই পুলিশকে জানাতে হবে।

এসময়ে উপস্থিত ছিলেন, সহকারী পুলিশ কমিশনার বন্দর থানা বিএমপি শারমীন সুলতানা রাখি, অফিসার ইনচার্জ বন্দর থানা বিএমপি সহ অন্যান্য কর্মকর্তাবৃন্দ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d