বরিশাল ১৬ই জানুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ২রা মাঘ, ১৪২৭ বঙ্গাব্দ | ৩রা জমাদিউস সানি, ১৪৪২ হিজরি
শাকিল মাহমুদ বাচ্চু
জীবনের প্রথম নির্বাচনে নৌকা প্রতিক নিয়ে বিপুল ভোটের ব্যাবধানে জয়ী হওয়া সেই মো: গিয়াস উদ্দিন বেপারী পুন:রায় নৌকা প্রতিক নিয়ে আওয়মী লীগের প্রার্থী হিসাবে বরিশাল জেলার উজিরপুর পৌরসভার নির্বাচনে মেয়র পদে ২৮ শে ডিসেম্বর ভোট যুদ্বে লড়বেন। দলের প্রধান ও আওয়ামী লীগের মনোনয়ন বোর্ড তার উপর আস্থা রেখে ২৭ নভেম্বর শুক্রবার তাকে প্রাথী হিসাবে চুড়ান্ত করেছেন। উজিরপুর উপজেলা আ’লীগের সভাপতি এসএম জামাল হোসেন উজিরপুর পৌরসভার নৌকা প্রতিকের প্রার্থী হিসাবে গিয়াসউদ্দিনের নাম চুডান্ত’র সত্যতা স্বীকার করেছেন তিনি আরো জানান দলের সভানেত্রী গিয়াসউদ্দিনকে দলের একক প্রার্থী চড়ান্ত করে নৌকা প্রতিকের চিঠি আমার হাতে তুলে দিয়েছেন। উজিরপুর পৌরসভার প্রথম নির্বাচিত মেয়র ও পরিচ্ছন্ন রাজনৈতিক ব্যাক্তিত্ব গিয়াসউদ্দিন বেপারী উপজেলা আওয়মী লীগের সাধারন সম্পাদকের দায়িত্ব পালন করছেন।তিনি দলের মনোনয়ন পাওয়ায় বিভিন্ন মহল তাকে অভিনন্দন জানিয়েছেন।