দশমিনায় ঘুষ দিতে গিয়ে ২ আওয়ামী লীগ নেতা শ্রীঘরে

  • আপডেট টাইম : জানুয়ারি ১৩ ২০২১, ০৬:৫৪
  • 716 বার পঠিত
দশমিনায় ঘুষ দিতে গিয়ে ২ আওয়ামী লীগ নেতা শ্রীঘরে
সংবাদটি শেয়ার করুন....

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি

দশমিনা উপজেলার সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ দিতে গিয়ে আলাউদ্দিন মিস্ত্রি (৪৮) এবং মো. সোহেল হাওলাদার (৩৫) নামে দুই আওয়ামী লীগ নেতা আটক হয়েছেন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের শ্রীঘরে পাঠানো হয়েছে।

অভিযুক্ত আলাউদ্দিন মিস্ত্রি চরহাদী ওয়ার্ড শাখা আওয়ামী লীগের সভাপতি আব্দুল খালেক মিস্ত্রির ছেলে এবং সোহেল হাওলাদার স্থানীয় আওয়ামী লীগ নেতা কালু হাওলাদারের ছেলে।

জানা যায়, দশমিনা উপজেলার চরহাদীর আব্দুল খালেকের ছেলে জামাল হোসেন সম্প্রতি সরকারি খাসজমি দখল করে দু’টি ঘর নির্মাণ করেন। ওই ঘর খাস জমি থেকে সরিয়ে নেওয়ার নির্দেশ দেন সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম। পরে বুধবার জামালের ঘর রক্ষায় ঘুষের টাকার প্যাকেট নিয়ে উপজেলা ভূমি অফিসে সহকারী কমিশনার কার্যালয়ে তদবির করতে আসেন আলাউদ্দিন মিস্ত্রি এবং সোহেল হাওলাদার। এসময় তারা সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূমকে ঘুষ গ্রহণের জন্য বিভিন্নভাবে চাপ প্রয়োগ করেন। এ ঘটনায় আবদুল কাইয়ূম দশমিনা থানায় খবর দিলে পুলিশ আলাউদ্দিন ও সোহেলকে আটক করে। পরে ভ্রাম্যমাণ আদালতে আলাউদ্দিন ও সোহেল ঘুষ প্রদান ও চাপ প্রয়োগের অভিযোগ স্বীকার করে নিলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রিট ও সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম আটক দু’জনকে একদিনের বিনাশ্রম কারাদণ্ড ও ২০ হাজার টাকা জরিমানা করেন।

সহকারী কমিশনার (ভূমি) আবদুল কাইয়ূম বলেন, আটককৃতদের জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d