ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি

  • আপডেট টাইম : জানুয়ারি ১৪ ২০২১, ০৭:০৪
  • 704 বার পঠিত
ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির নির্বাচন ২৮ জানুয়ারি
সংবাদটি শেয়ার করুন....

আগামী ২৮ জানুয়ারি ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার লক্ষে আওয়ামী লীগ ও বিএনপি সমর্থিত আইনজীবীরা পূর্ণ প্যানেলের মনোনয়নপত্র ক্রয় করেছেন। মনোনয়নপত্র ক্রয়ের শেষ দিন ১৪ জানুয়ারি বৃহস্পতিবার নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজমের কাছ থেকে এ দুটি প্যানেল তাদের মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে তিনি জানিয়েছেন।

নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত প্যানেলের সভাপতি পদে বর্তমান সভাপতি ও পিপি অ্যাডভোকেট আব্দুল মন্নান রসুল ও সাধারণ সম্পদক পদে বর্তমান সাধারণ সম্পাদক ও অতিরিক্ত পিপি আ. স. ম মোস্তাফিজুর রহমান মনু এবং বিএনপি সমর্থিত প্যানেলের সভাপতি পদে শহর বিএনপির আহবায়ক অ্যাডভোকেট হুমায়ূন কবির বাবুল ও সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট নুর হোসেন প্যানেলসহ মনোনয়ন ক্রয় করেন । তবে বিএনপি সমর্থিত প্যানেলের বাইরে গিয়ে শহর বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট নাসিমুল হাসানও সাধারণ সম্পাদক পদে মনোনয়নপত্র ক্রয় করেছেন বলে জানা গেছে।

এছাড়াও আওয়ামী লীগ সমর্থিত প্যানেলে সহ-সভাপতি পদে অ্যাডভোকেট মঞ্জুর হোসেন, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে এপিপি অ্যাডভোকেট বনি আমিন বাকলাই, শ্রী কার্তিক চন্দ্র দত্ত, অ্যাডভোকেট সৈয়দ মোঃ জাহাঙ্গির শামীম, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট মাহাবুবুর রহমান তালুকদার, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট সঞ্জয় কুমার মিত্র, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট মু. জাকারিয়া রহমান জিহাদ, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট আব্দুল আলিম ও অ্যাডভোকেট বিভূতী ভূষণ রায় মনোনয়নপত্র ক্রয় করেন।

অপরদিকে বিএনপি সমর্থিত প্যানেলের সহ-সভাপতি পদে অ্যাডভোকেট এ ওয়াই আবু সাইদ, যুগ্ম-সাধারণ সম্পাদক পদে অ্যাডভোকেট মোবাশ্বের আলী ভূইয়া বাদশা, অ্যাডভোকেট হাসান সিকদার, মিজানুর রহমান মুবিন, ভিজিলেন্স সম্পাদক পদে অ্যাডভোকেট নুরুল ইসলাম খান, লাইব্রেরী সম্পাদক পদে অ্যাডভোকেট মাসুম হাওলাদার, ভর্তি সম্পাদক পদে অ্যাডভোকেট আনিচুর রহমান খান, নির্বাহী সদস্য পদে অ্যাডভোকেট মাহেব হোসেন ও অ্যাডভোকেট শামিম আলম বাকলাই মনোনয়নপত্র ক্রয় করেন।

উল্লেখ্য, গত ৭ জানুয়ারি নির্বাচন কমিশনার অ্যাডভোকেট মীর রফিকুল ইসলাম আজম ঝালকাঠি জেলা আইনজীবী সমিতির কার্যনির্বাহী পরিষদের নির্বাচনের তফসিল ঘোষণা করেন। এবারের নির্বাচনে আইনজীবী সমিতির ১৪৪ জন ভোটার আগামী ২৮ জানুয়ারী ভোট প্রদান করবেন বলে জানা গেছে।’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d