পাথরঘাটায় বরফকলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে হতাহত ৫১, বাড়তে পারে মৃতের সংখ্যা

  • আপডেট টাইম : জানুয়ারি ২২ ২০২১, ০৫:৪৪
  • 705 বার পঠিত
পাথরঘাটায় বরফকলে ভয়াবহ গ্যাস বিস্ফোরণে হতাহত ৫১, বাড়তে পারে মৃতের সংখ্যা
সংবাদটি শেয়ার করুন....

বরগুনার পাথরঘাটা উপজেলায় বরফ মিলে সিলিন্ডার বিস্ফোরণে একজনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় ফায়ার সার্ভিসের দুই কর্মীসহ অন্তত ৫০ জন আহত হয়েছে। আহতদের মধ্যে নারী ও শিশুর সংখ্যা বেশি। এদের মধ্যে বরিশাল মেডিকেলে পাঠানো হয়েছে ১২ জনকে। তাদের শ্বাসনালী পুড়ে গেছে।
আহত অন্যান্যদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়েছে। অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে বলে ধারণা করছেন চিকিৎসকরা। এ ঘটনায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। স্থানীয়দের মধ্যে আতংক ছড়িয়ে পড়েছে ।
গতকাল বৃহস্পতিবার রাত পৌনে ১২টার দিকে পাথরঘাটা পৌরশহরের ৯ নম্বর ওয়ার্ডের মোল্লা বরফ মিলে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহত ব্যক্তির নাম শাহজাহান হোসেন সম্রাট (৫৫)। তিনি পিরোজপুর জেলার পারেরহাট উপজেলার বাদুরা গ্রামের বাসিন্দা।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্মকর্তা আবুল ফাতাহ বলেন, আহতদের সর্বাত্মক চিকিৎসাসেবা দেওয়া হচ্ছে। তবে অক্সিজেন সংকট দেখা দেওয়ায় মৃত্যুর সংখ্যা বাড়তে পারে। ফায়ার সার্ভিসের দুজন গুরুতর অসুস্থ হয়ে পড়লে তাদেরসহ ১২ জনকে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

পাথরঘাটা ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত স্টেশন কর্মকর্তা খলিলুর রহমান বলেন, ‘সংবাদ পেয়ে সঙ্গে সঙ্গে দুটি ইউনিট ঘটনাস্থলে ছুটে যাই। গ্যাসের তীব্র বিষাক্ত গন্ধে আমরা ভেতরে ঢুকতে পারিনি। এ সময় আমাদের ফায়ার কর্মী মাহফুজ ও রেজাউল ও অসুস্থ হয়ে পড়ে। তাদের বরিশালে চিকিৎসা চলছে।’

খলিলুর রহমান আরও জানান, বিস্ফোরণে প্রায় এক কিলোমিটার এলাকা জুড়ে বিষাক্ত এমোনিয়া গ্যাস ছড়িয়ে পড়েছে। প্রাথমিকভাবে দুর্ঘটনার কারণ জানানো সম্ভব হচ্ছে না। তদন্ত করে জানানো হবে বলে জানান তিনি।

পাথরঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সাহাবুদ্দিন জানান, ঘটনার পরপরই ঘটনাস্থলে যান বরগুনার-২ আসনের সাংসদ শওকত রহমান রিমন ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাবরিনা সুলতানা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d