বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৪শে রজব, ১৪৪২ হিজরি
জয় শ্রীরাম’ বনাম ‘জয় বাংলা’ – চুম্বকে এটাই আসন্ন বিধানসভা নির্বাচনের আগে ভারতের পশ্চিমবঙ্গের করুণ রাজনৈতিক চিত্র। একদিকে রাজ্য বিজেপি সভাপতি দিলীপ ঘোষের নেতৃত্বে চলছে রাম-রাজনীতি, অন্যদিকে মমতা বন্দ্যোপাধ্যায় শুরু করেছেন প্রাদেশিক রাজনীতি। এবার সেই লড়াই আরো একধাপ এগিয়ে নিয়ে গিয়ে এক ফেসবুক পোস্টে মমতার বিরুদ্ধে ‘গ্রেটার বাংলাদেশ’ গঠনের অভিযোগ আনলেন দিলীপ।
ফেসবুকে একটি গ্রাফিক্স পোস্ট করেছেন দিলীপ ঘোষ। সেই গ্রাফিক্সে তিনটি ঘটনার ছবি রয়েছে। প্রথমটি, তৃণমূলের নির্বাচনী প্রচারে বাংলাদেশী অভিনেতা ফেরদৌসের উপস্থিতি, যা নিয়ে ২০১৯ সালে তীব্র বিতর্ক হয়েছিল। দ্বিতীয় ছবিটি মমতা বন্দ্যোপাধ্যায় ‘জয় বাংলা’ স্লোগান দেওয়ার, যা ‘ইসলামিক বাংলাদেশ’-এর জাতীয় স্লোগান বলে উল্লেখ করেছেন দিলীপ। আর তৃতীয় ছবিটি ২০২০ সালে, বাংলাদেশী ক্রিকেটার সাকিব আল হাসান-এর কলকাতায় দূর্গাপূজো উদ্বোধনের ছবি। যা নিয়ে দেশের ইসলামি মৌলবাদীদের রক্তচক্ষুর সামনে পড়ে ক্ষমা চাইতে হয়েছিল সাকিব-কে।
এই তিনটি ছবি পোস্ট করে দিলীপ ঘোষ অভিযোগ করেছেন, মমতা গ্রেটার বাংলাদেশ গঠনের লক্ষ্যে লড়াই করছেন।
সেই কারণেই তার মুখে ‘ইসলামিক বাংলাদেশ’এর স্লোগান শোনা যাচ্ছে।
স্বাভাবিকভাবেই তার এই অভিযোগের তীব্র বিরোধিতা করেছে তৃণমূল।