বরিশাল ৯ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৪শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৫শে রজব, ১৪৪২ হিজরি
পিরোজপুরের মঠবাড়িয়ায় আগুনে পুড়ে নবদম্পতির মৃত্যু হয়েছে। রোববার ভোরে পৌর শহরের ৬ নম্বর ওয়ার্ডে পশ্চিম কলেজ রোড এলাকায় এ ঘটনা ঘটে। নিহতরা হলেন- সাইফুল ইসলাম এবং তার স্ত্রী মনি বেগম।
স্থানীয় সূত্র জানায়, তিন মাস আগে অটোরিকশা চালক সাইফুলের সঙ্গে মনির বিয়ে হয়েছিল। স্ত্রীকে নিয়ে মঠবাড়িয়া পৌর শহরের বাজারে বাস করছিলেন তিনি। পুলিশ জানায়- রোববার ভোরে তাদের থাকা বসতঘরটিতে হঠাৎ আগুন লেগে দ্রুত তা চারিদিকে ছড়িয়ে পড়ে। এ সময় ঘরের দোতালায় ঘুমে থাকা অটোচালক সাইফুল ও তার স্ত্রী মনি বেগম ঘর থেকে বের হতে না পেরে আগুনে পুড়ে ঘটনাস্থলেই মারা যান। মঠবাড়িয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার সুমন মিয়া জানান, বৈদ্যুতিক শট সার্কিটের মাধ্যমে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।’