জাতীয় দলে ফিরলেন ফিনল্যান্ড প্রবাসী কিংস ডিফেন্ডার তারিক

  • আপডেট টাইম : মে ০৮ ২০২১, ০৮:১৪
  • 680 বার পঠিত
জাতীয় দলে ফিরলেন ফিনল্যান্ড প্রবাসী কিংস ডিফেন্ডার তারিক
সংবাদটি শেয়ার করুন....

বিশ্বকাপ বাছাইপর্বকে সামনে রেখে দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। ২৮ সদস্যের প্রাথমিক দলে সুযোগ পেয়েছেন বসুন্ধরা কিংসের ফিনল্যান্ড প্রবাসী ডিফেন্ডার কাজী তারিক রায়হান। নেপালের বিপক্ষে সবশেষ ত্রিদেশীয় ফুটবল টুর্নামেন্ট খেলে আসা প্রায় সবাই সুযোগ পেয়েছেন দলে। আগামী সোমবার থেকে ঢাকায় শুরু হবে বাংলাদেশ দলের ক্যাম্প।

প্রাথমিক দলে ডাক পেয়েছেন তপু বর্মণ ও উইঙ্গার মোহাম্মদ ইব্রাহিম। এছাড়া অনেক দিন বাদে ডাক পেয়েছেন চলতি মৌসুমে শেখ জামাল ধানমন্ডির হয়ে দুর্দান্ত খেলা ডিফেন্ডার রেজাউল করিম রেজা তবে চলতি লিগে স্থানীয় ফুটবলারদের মধ্যে সর্বোচ্চ ৬ গোল করা তৌহিদুল আলমের সুযোগ হয়নি। চোটে থাকায় বাদ পড়েছেন নেপালে খেলে আসা সেন্টারব্যাক টুটুল হোসেন।

বিশ্বকাপ বাছাইপর্বে বাংলাদেশের এখনো তিনটি ম্যাচ বাকি। আগামী ৩, ৭ ও ১৫ জুন বাংলাদেশের প্রতিপক্ষ যথাক্রমে আফগানিস্তান, ভারত ও কাতার। করোনা পরীক্ষার পর শুরু হবে মাঠের প্রস্তুতি। চূড়ান্ত দলে থাকা ২৫ জন খেলোয়াড় আগামী ২১ অথবা ২২ মে কাতারে চলে যাবে। এএফসি কাপ খেলে বসুন্ধরা কিংসের খেলোয়াড়েরা সরাসরি কাতারে যোগ দেবেন।

২৮ সদস্যের প্রাথমিক দল
গোলরক্ষক: আনিসুর রহমান, আশরাফুল ইসলাম ও শহীদুল আলম।
ডিফেন্ডার: তপু বর্মণ, বিশ্বনাথ ঘোষ, রিয়াদুল হাসান, রহমত মিয়া, ইয়াসিন আরাফাত, রিমন হোসেন, মোহাম্মদ ইমন, মেহেদী হাসান, হাবিবুর রহমান, তারিক রায়হান ও রেজাউল করিম।
মিডফিল্ডার: বিপলু আহমেদ, মাসুক মিয়া, সোহেল রানা, জামাল ভূঁইয়া, মানিক হোসেন মোল্লা, রাকিব হোসেন ও মোহাম্মদ আব্দুল্লাহ।
ফরোয়ার্ড: মাহবুবুর রহমান সুফিল, মতিন মিয়া, সাদ উদ্দিন, সুমন রেজা, মেহেদি হাসান রয়েল, মোহাম্মদ ইব্রাহিম, মোহাম্মদ জুয়েল।
স্ট্যান্ডবাই : গোলরক্ষক: মিতুল মারমা, ডিফেন্ডার: আতিকুজ্জামান, মিডফিল্ডার: আবু সাহেদ ও ইমরান হাসান রিমন এবং ফরোয়ার্ড: ফয়সাল আহমেদ ফাহিম।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d