বরিশাল বিভাগে করোনায় এ পর্যন্ত মৃত ৬০০

  • আপডেট টাইম : আগস্ট ১৬ ২০২১, ০৭:২২
  • 716 বার পঠিত
বরিশাল বিভাগে করোনায় এ পর্যন্ত  মৃত ৬০০
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনা সংক্রমণে ৫ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত করোনায় মারা যাওয়া ব্যক্তির সংখ্যা দাঁড়াল ৬০০। আজ রোববার বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্রে এ তথ্য জানা যায়।

স্বাস্থ্য বিভাগ সূত্রে জানা যায়, গতকাল রোববার সকাল থেকে আজ সোমবার সকাল পর্যন্ত গত ২৪ ঘণ্টায় বিভাগে করোনায় ৫ জন ও উপসর্গ নিয়ে ৩ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে বিভাগে ৮৩৭ জনের নমুনা পরীক্ষায় ১৮৭ জনের করোনা শনাক্ত হয়েছে। শনাক্তের হার ২২ দশমিক ৩৪। এর আগের ২৪ ঘণ্টায় বিভাগে ১ হাজার ৪৭৫ জনের নমুনা পরীক্ষায় ৩৯৩ জনের করোনা শনাক্ত হয়েছিল। শনাক্তের হার ছিল ২৬ দশমিক ৬৪। আর করোনায় ও উপসর্গ নিয়ে মৃত্যু হয়েছিল ১৪ জনের।

বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তর সূত্র জানায়, নতুন সংক্রমিত ১৮৭ জনের মধ্যে বরিশাল জেলার ৭৭, পটুয়াখালীর ২০, ভোলার ৭৮, পিরোজপুরের ৬, বরগুনার ২ ও ঝালকাঠির ৪ জন আছেন। এ নিয়ে বিভাগে এখন পর্যন্ত ৪১ হাজার ৩৪২ জন করোনা শনাক্ত হলো।

এদিকে বরিশাল শের-ই-বাংলা মেডিকেল কলেজ হাসপাতালের ৩০০ শয্যার করোনা ইউনিটে রোগীদের ভিড় অনেক কমেছে। আজ সোমবার সকাল পর্যন্ত এই হাসপাতালের করোনা ইউনিটে ১৫৬ জন রোগী চিকিৎসাধীন ছিলেন। এক সপ্তাহ ধরেই এ হাসপাতালে রোগীর চাপ কম। গত জুলাই ও চলতি আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত ৩০০ শয্যার বিপরীতে এখানে ৩৫০ থেকে ৩৭৫ রোগী ভর্তি থাকতেন।

বরিশাল বিভাগীয় স্বাস্থ্য অধিদপ্তরের সহকারী পরিচালক শ্যামল কৃষ্ণ মণ্ডল বলেন, সংক্রমণ পরিস্থিতি কিছুটা কমেছে। তবে তা নিয়ন্ত্রণে আসেনি। পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে হলে সাধারণ মানুষের স্বাস্থ্যবিধি মেনে চলার কোনো বিকল্প নেই।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d