মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারাল বাংলাদেশ

  • আপডেট টাইম : জানুয়ারি ১৮ ২০২২, ০৬:১৯
  • 609 বার পঠিত
মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারাল বাংলাদেশ
সংবাদটি শেয়ার করুন....

মালয়েশিয়ার কুয়ালালামপুরে কমনওয়েলথ গেমসে মেয়েদের ক্রিকেটের বাছাইপর্বে শুভসূচনা করেছে নিগার সুলতানার দল। আজ টুর্নামেন্টের প্রথম ম্যাচে মালয়েশিয়ার মেয়েদের ৮ উইকেটে হারায় বাংলাদেশের মেয়েরা।
টি–টোয়েন্টি সংস্করণের এ ম্যাচে মালয়েশিয়াকে ৯ উইকেটে ৪৯ রানে আটকে দেয় বাংলাদেশ। তাড়া করতে নেমে ৭২ বল হাতে রেখে জয় তুলে নেন নিগার–ফারাজানারা।
মেয়েদের ক্রিকেটে আইসিসি টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে বাংলাদেশ ৯ম, মালয়েশিয়া ৩৩তম। ব্রাজিল, জার্মানির মতো ফুটবলপাগল দেশগুলোও টি–টোয়েন্টি র‌্যাঙ্কিংয়ে মালয়েশিয়ার ওপরে।

স্বাভাবিকভাবেই বাংলাদেশের মেয়েদের বিপক্ষে কঠিন পরীক্ষা দিতে হতো মালয়েশিয়াকে। পুরো ২০ ওভার খেলতে পারলেও দ্রুত রান তোলার পরীক্ষায় পাস করতে পারেনি স্বাগতিক দেশটি। দলের হয়ে সর্বোচ্চ ৩১ বলে ১২ রান করেন উইনফ্রেড দুয়ারিসিংগম।
বাংলাদেশের বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন নিজেদের দুর্ভাগা ভাবতে পারেন। বাকিরা কিপটেমির চূড়ান্ত করলেও নাহিদা ৩ ওভারে ১৫ রানে ১ উইকেট নেন। ফাহিমা উইকেট না পেলেও ২ ওভারে দেন ৯ রান। সর্বোচ্চ ২টি করে উইকেট নেওয়া সুরাইরা আজমিন ও রুমানা আহমেদ ওভারপ্রতি দুইয়ের নিচে রান দেন। রুমানা ৪ ওভারে ৪ রানে নেন ২ উইকেট।
তাড়া করতে নেমে ৫ ওভারের মধ্যেই ৩৮ রান তুলে ফেলেন বাংলাদেশের দুই ওপেনার শামিমা সুলতানা ও মুর্শিদা খাতুন। পঞ্চম ওভারের শেষ বলে আউট হন শামিমা (১৯ বলে ২৮)।

১৪ রান করা মুর্শিদা সপ্তম ওভারে আউট হওয়ার পর নিগার সুলতানা ও ফারজানা হক জয় এনে দেন। কাল বুধবার কেনিয়ার বিপক্ষে দ্বিতীয় ম্যাচ খেলবে বাংলাদেশ।।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d