গ‌নিত বিভা‌গে ভ‌র্তি হওয়া জে‌সিয়ার ভর্তি বাতিল করলো ববি কর্তৃপক্ষ

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ১৫ ২০২২, ২৩:৫১
  • 613 বার পঠিত
গ‌নিত বিভা‌গে ভ‌র্তি হওয়া জে‌সিয়ার ভর্তি বাতিল করলো ববি কর্তৃপক্ষ
সংবাদটি শেয়ার করুন....

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ভর্তিতে গুচ্ছের নম্বর বিভ্রাটের কারণে এক শিক্ষার্থীর ভর্তি বাতিল করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তিনি ২০২১-২২ শিক্ষাবর্ষে স্নাতক (সম্মান) শ্রেণিতে গণিত বিভাগে ভর্তি হয়েছিলেন। ভর্তি বাতিলকৃত ওই শিক্ষার্থীর নাম জেসিয়া জাকির ইকতার।

বুধবার (১৫ই ফেব্রুয়ারি) বরিশাল বিশ্ববিদ্যালয়ের ভর্তি কমিটির সভায় এই সিদ্ধান্ত নেয়া হয়। বিষয়টি নিশ্চিত করেছে ভর্তি কার্যক্রমের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক রাহাত হোসাইন ফয়সাল।

বরিশাল বিশ্ববিদ্যালয় কর্তৃক প্রকাশিত ৮ম মেধা তালিকায় গণিত বিষয়ে ভর্তি হন ওই শিক্ষার্থী। সেখানে দেখ যায় গুচ্ছ ভর্তি পরীক্ষায় ‘এ’ ইউনিটে আইসিটি, গণিত এবং জীববিজ্ঞান এই তিনটি ঐচ্ছিক বিষয়ের যেকোনো দুটি বিষয়ের উত্তর দেয়ার নিয়ম থাকলেও তার তিনটি বিষয়েই প্রাপ্ত স্কোর দেখাচ্ছে। ফলে ভর্তি পরীক্ষার স্কোর ৩২ এর পরিবর্তে দেখায় ৪২.২৫। তবে গুচ্ছে ভর্তি পরীক্ষার ওয়েবসাইটে প্রকাশিত ফলাফলে ৩২ ই দেখানো হয়েছে। বরিশাল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল কমিটির আহ্বায়ক জানান, গুচ্ছ সার্ভার থেকে মার্কস সেটিং এর সময় এমনটা হয়েছে।
আমরা বিষয়টি নিয়ে কাজ করছি।

এছাড়া তিনি আরো জানান, ঐ শিক্ষার্থীর ভর্তি আমরা বাতিল করেছি। এছাড়া খুব শিগগিরই মেধাতালিকা দেয়ার পরিবর্তে গণবিজ্ঞপ্তি আকারে ভর্তিচ্ছুদের ডাকা হবে। তবে ভর্তি মেধাক্রম অনুসারেই নেয়া হবে। এছাড়া পূর্বে মেধাতালিকা স্থান পাওয়াদের মধ্যে যারা বিভিন্ন কারণে ভর্তি হতে পারেনি তাদেরকেও সুযোগ দেয়া হবে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d