বরিশাল ২৭শে সেপ্টেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ১২ই আশ্বিন, ১৪৩০ বঙ্গাব্দ | ১১ই রবিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
পুলিশ ও বিএনপির নেতাকর্মীদের সাথে সংঘর্ষে ভোলায় ছাত্রদল সভাপতি নুরে আলম হত্যার ঘটনায় মামলা দায়ের করা হয়েছে। মামলায় ভোলা থানার ওসি তদন্ত আরমানসহ ৪৬ জনকে আসামি করা হয়েছে।
আজ বৃহস্পতিবার নিহত নুরে আলমের স্ত্রী ইফফাত জাহান বাদী হয়ে ভোলার সিনিয়র জ্যুডিসিয়াল ম্যাজিট্রেট আদালতে হত্যা মামলাটি দায়ের করেছেন।
বাদি পক্ষের আইনজীবী এ্যাডভোকেট আমিরুল ইসলাম বাসেত বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, আদালত আগামী ৮ সেপ্টেম্বরের মধ্যে তথ্য প্রমাণাদি আদালতে জমা দেয়ার জন্য ভোলা থানার ওসিকে নির্দেশ দিয়েছেন।