ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা

  • আপডেট টাইম : নভেম্বর ২৯ ২০২২, ২১:১৪
  • 200 বার পঠিত
ঝালকাঠিতে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা
সংবাদটি শেয়ার করুন....

দি বরিশাল ডেস্ক।। ঝালকাঠির রাজাপুরের পিংড়ি এলাকায় আওয়ামী লীগের ওপর বোমা হামলার অভিযোগে বিএনপির ১০৬ নেতাকর্মীর নামে মামলা হয়েছে।

মঙ্গলবার (২৯ নভেম্বর) দুপুরে উপজেলা বিএনপির সভাপতি তালুকদার আবুল কালাম আজাদ ও সাধারণ সম্পাদক নাসিম উদ্দিন আকনসহ ২৬ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত আরও ৮০ জনকে আসামি করে উপজেলা আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ইলিয়াস ফরাজি এ মামলা করেন।

মামলা সূত্রে জানা যায়, সোমবার রাত সাড়ে ১১টার দিকে শুক্তাগড় ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শাহজাহান খানের বাড়িতে দাওয়াত খেয়ে ফিরছিলেন ১০-১২ জন নেতাকর্মী। তখন পিংড়ি স্কুল এলাকায় পৌঁছলে লোকজন জড়ো অবস্থায় দেখেন। রাতে এতো লোক দেখে কাছে গিয়ে জানতে চান কি হয়েছে। তখন তাদের অনেক গালমন্দ ও মারধর শুরু করে জমাটবাধা লোকেরা। এ অবস্থায় তারা সেখান থেকে বেড়িয়ে যেতে নিলে তাদের উদ্দেশ্যে করে পেছন থেকে পরপর তিনটি বোমা নিক্ষেপ করে।

মামলার আসামি উপজেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট তালুকদার আবুল কালাম আজাদ বলেন, একদম মিথ্যা গায়েবি একটা মামলা করা হয়েছে। বিএনপির সভাপতি-সম্পাদকসহ তারা অনেকেই এলাকায় নেই। এমন কোনো ঘটনা ঘটেছে বলে পিংড়ির কোনো মানুষের জানা নেই।

মামলার বিষয়টি নিশ্চিত করে রাজাপুর থানার পরিদর্শক তদন্ত গোলাম মোস্তফা বলেন, মামলার আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত। তবে কাউকে গ্রেফতার করা সম্ভব হয়নি।

সূত্র: জাগোনিউজ২৪

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d