@ শক্তিশালি ভারতকে হারাল ১ উইকেটে

টাইগারদের অবিশ্বাস্য বিরত্ব গাথা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০২২, ০৮:১৯
  • 129 বার পঠিত
টাইগারদের অবিশ্বাস্য  বিরত্ব গাথা
সংবাদটি শেয়ার করুন....

জিয়া শাহীন ॥ বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে এ যেন অবিশ্বাস্য এক বিরত্ব গাঁথা। কোন বাক্যই যুতসই নয় গতকালকের টাইগারদের বিজয়ের এ ইতিহাস রচনায়। একদিকে যেমন সাকিব- এবাদুলের দুর্ধর্ষ বোলিং এ ১৮৬ রানে শক্তিশালী ভারতের ব্যাটিং লাইন আপ গুড়িয়েং দেয়া, তেমনি ধ্বংশস্তুপের মাঝে দাড়িয়ে মেহেদির অকল্পনীয় ব্যাটিং। ফলাফল ক্রিকেট পরাশক্তি ভারতকে ১ উইকেটে পরাজিত করে তিন ম্যাচ সিরিজে ১-০তে এগিয়ে গেল টাইগাররা।
টসে জয়লাভ করে টাইগারদের নতুন অধিনায়ক লিটন দাস ভারতকে ব্যাটিং এ পাঠায়। অভিজ্ঞ সাকিবের ঘুর্নি আর এবাদতের পেন বোলিং এর সামনে কোহেলি, রোহিতরা তাসের ঘরের মত ভেঙ্গে পড়ে। ভয়ংকর ব্যাটিং লাইন আপকে এত অল্পরানে গুড়িয়ে যাবে তা ক্রিকেটবোদ্ধারাও কল্পনা করেনি। সাকিবের রেকর্ড ২৬ রানে ৫ উইকেট আর এবাদতের ৪৭ রানে ৪ উইকেট ধ্বশিয়ে দেয় ভারতের ব্যাটিং লাইন আপ। ১৮৬ রানে থেমে যায় তাদের রান। ভারতের পক্ষে একাই লড়ে গেছেন কে এল রাহুল। তিনি ৭৩ বলে ৭০ রান করেন। বিশ্বের সেরা ব্যাটার কোহেলি করেছেন ৯রান। ১৮৭ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে বাংলাদেশর ব্যাটিংও ভেঙ্গে পড়তে শুরু করে। মাঠে থিথু হবার আগেই প্রথম বলেই সাজ ঘরে ফেরেন শান্ত। অধিনায়ক লিটন ৪১ রান আর সাকিব ২৯ ছাড়া অভিজ্ঞ মুশফিক মাহামুদুল্লাহরা হতাস করে সাজ ঘরে ফেরেন। এক পর্যায়ে ১৩৬ রানে ৯ উইকেট পড়ে গেলে অনেক দর্শক গ্যালারি ছাড়তে শুরু করেন। কেননা লক্ষ্য তখনও বহুদুর। দরকার ৫১ রান। হাতে মাত্র ১ উইকেট। কিন্তু তখনও ক্রিজে ছিলেন মেহেদি। বোলার মোস্তাফিজকে সাথে নিয়ে অকল্পনীয় ইনিংসটি খেলেন। ধৈয্য, মনোবল, নৈপুন্য এদিন যেন সব কিছুই মেহেদির পক্ষে ছিল। মোস্তাফিজকে নিয়ে গড়েন বাংলাদেশের পক্ষে ১০ম উইকেটে সর্বোচ্চ ৫৪ রান। মেহেদির ৩৯ বলে ৩৮ রানের ইনিংশটিতে যেন ঢেকে গেছে সাকিব আর ইবাদতের বোলিং নৈপুন্য। মোস্তাফিজও দিয়েছেন ধৈর্যের পরীক্ষা। তিনি ১১ বলে করেন ১০ রান। চার ওভার বাকি থাকতেই বাংলাদেশ টপকে যায় ভারতের দেয়া ১৮৭ রানের টার্গেট।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d