বরিশাল ৭ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২২শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত প্রতিপালন করা–সম্পর্কিত তথ্য না দেওয়ায় ১৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দেওয়া এই নোটিশে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি। দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না, তা যাচাইয়ে নেমেছে ইসি। এ জন্য তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর দলগুলোকে চিঠি দেওয়া হয়। ২৪ নভেম্বরের মধ্যে তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ১৪টি দল কোনো সাড়া দেয়নি।
ইসি সূত্র জানায়, বিএনপিসহ চারটি দল ইসির কাছে তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছে। আর আওয়ামী লীগসহ ২১ দলের কাছ থেকে তথ্য পেয়েছে ইসি। বাকি ১৪টি দল নির্ধারিত সময়ে সাড়া দেয়নি।
সাড়া না দেওয়া দলগুলো হলো—কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি। এগুলোর মধ্যে কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি নির্ধারিত সময়ের পর তথ্য দিয়েছে। তাদের নামেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।