১৪টি দলকে কারণ দর্শাতে বলেছে ইসি

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৭ ২০২২, ০৮:০৩
  • 109 বার পঠিত
১৪টি দলকে কারণ দর্শাতে বলেছে ইসি
সংবাদটি শেয়ার করুন....

নির্ধারিত সময়ে নিবন্ধনের শর্ত প্রতিপালন করা–সম্পর্কিত তথ্য না দেওয়ায় ১৪টি নিবন্ধিত রাজনৈতিক দলকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। আজ বুধবার দেওয়া এই নোটিশে ১৫ দিনের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।

ইসিতে নিবন্ধিত রাজনৈতিক দল রয়েছে ৩৯টি। দলগুলো নিবন্ধনের শর্ত মেনে চলছে কি না, তা যাচাইয়ে নেমেছে ইসি। এ জন্য তথ্য চেয়ে গত ১৩ অক্টোবর দলগুলোকে চিঠি দেওয়া হয়। ২৪ নভেম্বরের মধ্যে তথ্য দিতে বলা হয়েছিল। কিন্তু ওই সময়ের মধ্যে ১৪টি দল কোনো সাড়া দেয়নি।

ইসি সূত্র জানায়, বিএনপিসহ চারটি দল ইসির কাছে তথ্য দেওয়ার জন্য সময় চেয়েছে। আর আওয়ামী লীগসহ ২১ দলের কাছ থেকে তথ্য পেয়েছে ইসি। বাকি ১৪টি দল নির্ধারিত সময়ে সাড়া দেয়নি।

সাড়া না দেওয়া দলগুলো হলো—কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশের কমিউনিস্ট পার্টি, বিকল্পধারা বাংলাদেশ, ইসলামী আন্দোলন বাংলাদেশ, বাংলাদেশ মুসলিম লীগ, বাংলাদেশের সাম্যবাদী দল (এমএল), জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ, জাতীয় সমাজতান্ত্রিক দল (জাসদ), বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণফ্রন্ট, বাংলাদেশ ন্যাশনাল আওয়ামী পার্টি, বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি। এগুলোর মধ্যে কল্যাণ পার্টি ও গণতন্ত্রী পার্টি নির্ধারিত সময়ের পর তথ্য দিয়েছে। তাদের নামেও কারণ দর্শানোর চিঠি দেওয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d