বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ, বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৯ ২০২২, ০৩:৪৮
  • 115 বার পঠিত
বাবুগঞ্জে ককটেল বিস্ফোরণ, বিএনপির ৫৮ নেতাকর্মীর বিরুদ্ধে মামলা
সংবাদটি শেয়ার করুন....

বরিশালের বাবুগঞ্জে ককটেল বোমা বিস্ফোরণের ঘটনায় উপজেলা বিএনপির সভাপতিসহ ৫৮ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। এ ঘটনায় অবিস্ফোরিত আরো দুটি বোমা উদ্ধার করেছেন বাবুগঞ্জ থানা পুলিশ।

থানা সূত্রে জানা গেছে, বরিশালের বাবুগঞ্জ উপজেলার দেহেরগতি ইশ্বর চন্দ্র নারায়ণ মাধ্যমিক বিদ্যালয় মাঠে দুটি ককটেলের বিস্ফোরণ ঘটে। বিকট শব্দ শুনে পাশের এলাকায় ডিউটিরত পুলিশ এসে ঘটনাস্থল থেকে আরো তিনটি অবিস্ফোরিত হাতবোমা উদ্ধার করে।

বিষয়টি নিশ্চত করেছেন বাবুগঞ্জ থানার অফিসার ইনচার্জ মো. মাহাবুবুর রহমান। বৃহস্পতিবার রাত ৯টার দিকে বোমা বিস্ফোরণের ঘটনাটি ঘটে।

স্থানীয় ইউপি সদস্য বাবুল হাওলাদার বলেন, আমরা পুলিশ নিয়ে স্থানীয়দের সমন্বয়ে ডাকাত প্রতিরোধে কমিটির ব্যাপারে ১ নম্বর ওয়ার্ড বটতলায় সভা করি। ওই সভা শেষে আমার ২ নম্বর ওয়ার্ডে অবস্থিত ঈশ্বর নারায়ণ মাধ্যমিক বিদ্যালয়ে সভা করার উদ্দেশ্যে রওনা হই। পথিমধ্যে দুটি বোমা বিস্ফোরণের শব্দ শুনতে পাই। দৌড়ে গিয়ে দেখি বিদ্যালয় মাঠে আরো তিনটি বোমা ব্যাগে মোড়ানো অবস্থায় পড়ে রয়েছে।

পুলিশ বোমাগুলো উদ্ধার করে থানায় নিয়ে গেছে। বোমা বিস্ফোরণের ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।

বাবুগঞ্জ থানা ওসি মো. মাহাবুবুর রহমান জানান, আগামী ১০ তারিখে ঢাকায় বিএনপির মহাসমাবেশের আগমুহূর্তে সারাদেশে অস্থিতিশীল পরিবেশ ও নাশকতা সৃষ্টির লক্ষ্যে এ বোমা বিস্ফোরণের ঘটনা হতে পারে। তিনি বলেন, রাতেই বাবুগঞ্জ উপজেলা বিএনপির সভাপতি ইসরত হোসেন কচিসহ ৫৮ জনের বিরুদ্ধে বিস্ফোরক আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d