ইরানে মেয়েদের স্কুল বন্ধ করতে বিষ প্রয়োগ, অসুস্থ শত শত শিক্ষার্থী

  • আপডেট টাইম : ফেব্রুয়ারি ২৭ ২০২৩, ০৪:৩৩
  • 141 বার পঠিত
ইরানে মেয়েদের স্কুল বন্ধ করতে বিষ প্রয়োগ, অসুস্থ শত শত শিক্ষার্থী
সংবাদটি শেয়ার করুন....

মেয়েরা যাতে স্কুলে না যেতে পারে সে জন্য শত শত মেয়েকে বিষ প্রয়োগের ঘটনা ঘটেছে ইরানে। গত নভেম্বর মাস থেকে ইরানের ‘কোম’ শহরের কয়েকটি স্কুলে এমন ঘটনা ঘটেছে। এই শহরটি রাজধানী তেহরান থেকে একদমই কাছে অবস্থিত। কোমের পার্শ্ববর্তী একটি শহরের স্কুলেও একই ঘটনা ঘটেছে বলে মনে করা হচ্ছে। ধারণা করা হচ্ছে, বিষাক্ত গ্যাস ছড়িয়ে দেয়া হয়েছিল স্কুলের মেয়েদের টার্গেট করে। অসুস্থ হয়ে পড়া মেয়েদের ফুসফুস থেকে বিষের চিহ্ন পাওয়া গেছে। এ খবর দিয়েছে ডয়চে ভেলে।

খবরে জানানো হয়, রোববার ইরানের ডেপুটি শিক্ষামন্ত্রী ইউনেস পানাহি নিজেই ঘটনাটি জানিয়েছেন। তিনি এসব কর্মকাণ্ডের নিন্দা জানিয়ে বলেন, এক শ্রেণির মানুষ মেয়েদের স্কুল বন্ধ করতে চান। সে কারণেই তারা মেয়েদের স্কুলে বিষ ছড়ানোর ব্যবস্থা করেছিল। এক ধরনের গ্যাস ব্যবহার করা হয়েছিল বলে প্রাথমিকভাবে মনে করা হচ্ছে।
তবে যে রাসায়নিক ব্যবহার করা হয়েছিল তা অতটা ভয়াবহ নয়। যে মেয়েদের দেহে ওই রাসায়নিক মিলেছে, তাদের চিকিৎসা শুরু হয়েছে। তাদের সকলের অবস্থাই এখন স্থিতিশীল।

স্থানীয় গভর্নর, পার্লামেন্টে হেলথ কমিটির এক সদস্যও ঘটনার কথা স্বীকার করেছেন। গত কয়েকদিনে বহু ছাত্রী অসুস্থ হয়ে পড়ে। কমের পার্শ্ববর্তী একটি শহরেও গত এক সপ্তাহে ৫০ জন ছাত্রীকে হাসপাতালে পাঠাতে হয়। কমেও বহু ছাত্রী অসুস্থ হয়ে পড়েছে। ঘটনার কথা স্বীকার করলেও কারা এই ঘটনার সঙ্গে যুক্ত, তা স্পষ্ট করে জানানো হয়নি। তবে মেয়েদের স্কুল বন্ধ করতেই যে এই চক্রান্ত হয়েছে, তা চিহ্নিত করেছেন দেশটির কর্মকর্তারা।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
আইপিএল ছেড়ে দেশে ফিরতে হবে মুস্তাফিজকে!ইডেনের গ্যালারিতে বসেই ধূমপান, প্রবল সমালোচনআরো ১১৮ বুদ্ধিজীবীর তালিকা দিল মুক্তিযুদ্ধ মঢাকার বস্তির বেশিরভাগ মানুষ বরিশালেরভারতে উত্তর প্রদেশে মাদ্রাসা বন্ধের নির্দেশ সৌদি আরবে চাঁদ দেখা গেছে, মঙ্গলবার বাংলাদেশে ভারতকে হারিয়ে শিরোপা জিতলো বাংলাদেশপুরো রমজান মাস বন্ধ থাকবে প্রাথমিক-মাধ্যমিক প্রাথমিক শিক্ষকদের অনলাইনে বদলি শুরু চলতি মাভুটানকে ৬-০ গোলে উড়িয়ে দিল মেয়েরাপাকিস্তানে ইমরান খানের জেলে হামলা, আটক ৩জাতির পিতা সংবিধানে নারীদের অধিকার নিশ্চিত কপিরোজপুরে ত্রিমুখী সংঘর্ষে নারী-শিশুসহ নিহত মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতার ফাইনালে বাংলাদেশইতিহাস মুছে ফেলা যায় না, আজকে সেটাই প্রমাণিত:
%d