বরিশাল ৬ই ডিসেম্বর, ২০২৩ খ্রিস্টাব্দ | ২১শে অগ্রহায়ণ, ১৪৩০ বঙ্গাব্দ | ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৫ হিজরি
সরকার পতনের একদফা দাবিতে দেশের পাঁচ বিভাগে রোডমার্চ ও রাজধানীতে ৬টি সমাবেশ কর্মসূচি ঘোষণা করেছে বিএনপি। আগামীকাল ১৯শে সেপ্টেম্বর থেকে ৩রা অক্টোবর পর্যন্ত ১৫ দিনের কর্মসূচি দিয়েছে দলটি। বরিশাল-পটুয়াখালী- পিরোজপুর- ঝালকাঠীতে বিএনপির রোডমার্চ ২৩ সেপ্টেম্বর।
আজ সোমবার বেলা আড়াইটায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ কর্মসূচি ঘোষণা করেন দলের স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ও স্থায়ী কমিটির সদস্য মঈন খান।