গোবিন্দ এখন জেলে

  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ০০:৩৬
  • 743 বার পঠিত
গোবিন্দ এখন জেলে
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার \ বরিশাল শিক্ষা বোর্ডের এইচ এস সি পরীক্ষার খাতা কেলেংকারীর মূল নায়ক গোবিন্দ এখন বরিশাল কারাগারে। গত বৃহস্পতিবার বরিশাল আদালতে আত্ম সমার্পন করলে আদালত তাকে কারাগারে প্রেরণ করে। আগামী মঙ্গলবার তাকে রিমান্ডে নেয়ার জন্য পুলিশ আবেদন করতে পারে জানা গেছে। তবে বরিশাল শিক্ষা বোর্ডের কর্মচারীরা মনে করছেন ভারত থেকে এসে গোবিন্দ চন্দ্র পাল আদালতে আত্ম সমার্পন করার মধ্যে দিয়ে মামলাটি মাটিচাপা দেয়ার মত ঘটনা ঘটতে যাচ্ছে। বরিশাল শিক্ষা বোর্ডের প্রতিষ্ঠা লগ্ন থেকে সব চেয়ে ন্যাক্কারজনক ঘটনা হল চলতি বছরে উচ্চ মাধ্যমিক পরীক্ষার থাতা কেলেংকারী। শিক্ষা বোর্ডের গোপনীয় শাখা থেকে খাতা বের বকরে বাইরে নিয়ে নতুন করে লিখে আবার বোর্ডে জমা দেয়র ঘটনাটি নিয়ে দেশ ব্যাপি তোলপাড় শুরু হয়। ২০১৯ সালের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় ফলাফল প্রকাশের সময় বিভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর একই নম্বর পাওয়ার বিষয়টি প্রথমে কম্পিউটার বিভাগের নজরে আসে। ভিন্ন ভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর খাতা নির্দিষ্ট একজন শিক্ষকের কাছে কিভাবে এল সে রহস্য খুজতে গিয়ে বেড়িয়ে পড়ে সাপ। এই ১৮ পরীক্ষার্থীর মধ্যে ৪জন ২০১৮ সালে উচ্চতর গনিতে ফেল করে। এদের মধ্যে কেউ পেয়েছিল ১ কেউবা ২ বা ৩। এবার তারা ৫০এর মধ্যে ৫০ পাওয়ায় সন্দেহ আরও জটিল হয়। অন্যদিকে বিভিন্ন কেন্দ্রের ১৮ পরীক্ষার্থীর খাতা একজন নির্দিষ্ট পরীক্ষকের কাছে কিভাবে গেল তা নিয়েই বোর্ড তোলপাড় শুরু হয়। কেলেংকারীর পর পরীক্ষা নিয়ন্ত্রক বাদি হয়ে গোবিন্দসহ ১৮ পরীক্ষার্থীর বিরুদ্ধে মালা করেন। এ ঘটনার পরপরই গোবিন্দ দেশের বাইরে পালিয়ে যায়। এদিকে মামণাটি সিআইডিতে হস্তান্তর হয়। তদন্দের মাঝ পথেই আর ৫জনকে বহিস্কার করে বোর্ড। এর মধ্যে একজন বোর্ড কর্মচারী, অপর ৪জন লেবার হিসাবে কর্মরত ছিল। গোবিন্দ পালিয়ে যাবার পরপরই খাতা কেলেংকারীর ঘটনায় নানা গুজব ছড়াতে থাকে। সন্দেহমুলতকভাবে এক কর্মকর্তার নামও বেড়িয়ে আসে। বোর্ড থেকে গঠন করা তদন্ত টিমও তাদের তদন্ত প্রতিবেদন দাখিল করে। কিন্তু সেটি প্রকাশ করা হয়নি। গুঞ্জন ওঠে মামলাটি অদ্রশ্য কারো ইংগিতে ধামাচাপা পড়তে যাচ্ছে। কেননা গোবিন্দ ভারত পালিয়ে যাবার আগে বেশ কয়েকজন নেতা ও ধর্মীয় গুরুর কাছে ধর্ণা দেন। তাদের হস্তক্ষেপেই ধীরে ধীরে মালাটি গুরুত্ব হারাতে চলে। সিআইডির তদন্তেও আসে শ্লথ গতি। ঠিক সেই মুহুর্তে গোবিন্দ আবার নাটকের পটখূমিতে হাজির। জানা গেছে হাইকোর্ট থেকে জামিন নিতে গেলে তাকে নিম্ন আদালতে আত্ম সমার্পনের নির্দেশ দেয়া হয়। সে মোতাবেক গত বৃহস্পতিবার তিনি আত্ম সমার্পন করলে আদালত তাকে জেল হাজতে প্রেরণ করে। অসমর্থিত একটি সুত্র জানায় আগামী মঙ্গলবার তাকে জিজ্ঞসাবাদের জন্য রিমান্ড আবেদন করতে পারেন তদন্তকারী কর্মকর্তা। তবে বরিশাল শিক্ষা বোর্ডের একাধিক কর্মচারী আশংকা প্রকাশ করেন, আইনের ফাঁক ফোকর গলে গোবিন্দ আবার শিক্ষা বোর্ডে যোগ দিতে যাচ্ছে। তবে বিষয়টি তত সহজ হবে না বলেও মনে করছেন কেউ কেউ।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d