ববিতে ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত

  • আপডেট টাইম : নভেম্বর ২৫ ২০১৯, ১২:২৩
  • 951 বার পঠিত
ববিতে ‘বঙ্গবন্ধু হত্যা  মামলা’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত
সংবাদটি শেয়ার করুন....

স্টাফ রিপোর্টার: বরিশাল বিশ্ববিদ্যালয় (ববি) আইন বিভাগের উদ্যোগে ‘বঙ্গবন্ধু হত্যা মামলা’ শীর্ষক সেমিনার হয়েছে। রোববার বিশ্ববিদ্যালয়ের জীবনানন্দ দাশ সম্মেলন কক্ষে সেমিনারটি হয়। এতে সভাপতিত্ব করেন আইন বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক সুপ্রভাত হালদার।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ও ট্রেজারার অধ্যাপক ড. এ.কে.এম. মাহবুব হাসান। বিশেষ অতিথি ছিলেন কলা ও মানবিক অনুষদের ডিন অধ্যাপক ড. মো. মুহসিন উদ্দীন । সেমিনারে মূল বক্তা বাংলাদেশ সুপ্রিম কোর্টের সিনিয়র অ্যাডভোকেট ও সাবেক অতিরিক্ত এটর্নি জেনারেল এম. কে. রহমান বঙ্গবন্ধু হত্যা মামলা বিষয়ে গুরুত্বপূর্ণ বক্তব্য উপস্থাপন করেন। সেমিনারে আইন বিভাগের শিক্ষক, আমন্ত্রিত অতিথি মহোদয় ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
সেমিনার শেষে আইন বিভাগের চেয়ারম্যান ও সহকারী অধ্যাপক জনাব সুপ্রভাত হালদার ‘বরিশাল বিশ্ববিদ্যালয় মুট কোর্ট সোসাইটি’ এর উদ্বোধন করেন।এ সময় এম. কে. রহমান সদ্য প্রতিষ্ঠিত এই সোসাইটির কল্যাণ কামনা করেন এবং সোসাইটির যেকোনো উদ্যোগে পাশে থাকবেন বলে আশ্বাস দেন। প্রতিষ্ঠাকালীন সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত শিক্ষকরা হলেন, আইন বিভাগের সহকারী অধ্যাপক ক্যামেলিয়া খান, সহকারী অধ্যাপক সুলতানা জাহান, সহকারী অধ্যাপক সাদেকুর রহমান। ছাত্র প্রতিনিধি হিসেবে আছেন, স্নাতকোত্তর ছাত্র গাজী মূয়ীদুল হক এবং ৮ম সেমিস্টারের ছাত্র হাদিসুর রহমান পলাশ।
এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d