বরিশাল ২৪শে ফেব্রুয়ারি, ২০২১ খ্রিস্টাব্দ | ১১ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১২ই রজব, ১৪৪২ হিজরি
পাথরঘাটা(বরগুনা)প্রতিনিধি:
বরগুনার পাথরঘাটায় ২০ পিচ ইয়াবাসহ ফোরকান হাওলাদার নামের এক যুবককে আটক করেছে থানাপুলিশ। সোমবার (২৫ নভেম্বর) রাত ৮ টার দিকে সদর ইউনিয়নের পূর্বহাতেমপুর থেকে তাকে আটক করা হয়। ফোরকান সদর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডের শাহ আলম মুন্সির ছেলে।
পাথরঘাটা থানা উপ-পরিদর্শক (এসআই) লিটন মল্লিক, জানান, সদর ইউনিয়নের পূর্বহাতেমপুর এলাকার সাবেক ইউপি সদস্য এছাহাক এর বাড়ীর সামনে ফোরকান ইয়াবা বেচাকেনা করছে এমন গোপন সংবাদের ভিত্তিতে ঘটনা স্থলে গেলে ফোরকান হাতেনাতে ধরা পরে। তার দেহ তল্লাসি করে প্যান্টের পকেট থেকে ২০ পিচ ইয়াবা পাওয়া যায়। তারা আরো জানান, মাদক নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।