বরিশাল ৮ই মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ২৩শে ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ২৩শে রজব, ১৪৪২ হিজরি
দেশব্যাপী শুরু হওয়া যাত্রীবাহী নৌযানের শ্রমিকদের কর্মবিরতি প্রত্যাহার করেছে বাংলাদেশ নৌযান শ্রমিক লীগ। তবে মালবাহী নৌযানের কর্মবিরতি চলছে।
বুধবার (২৭ নভেম্বর) দুপুর সাড়ে ১২টায় বাংলাদেশ নৌযান শ্রমিক লীগের সভাপতি ওমর ফারুক এ তথ্য জানান।
তিনি বলেন, ‘বরিশালে চরমোনাই পীরের মাহফিলে অংশ গ্রহণে সুবিধা এবং শ্রম মন্ত্রণালয় থেকে দাবি মেনে নেয়ার আশ্বাসে আমরা কর্মবিরতি প্রত্যাহার করেছি। যাত্রীবাহী নৌযান চলাচল করবে, তবে মালবাহী নৌযানে কর্মবিরতি চলবে।’
কর্মবিরতির কারণে বুধবার সকাল থেকে সদরঘাটে কোন লঞ্চ চলাচল করেনি। এতে দুর্ভোগে পড়েন যাত্রীরা।