বরিশাল ১২ই আগস্ট, ২০২২ খ্রিস্টাব্দ | ২৮শে শ্রাবণ, ১৪২৯ বঙ্গাব্দ | ১৩ই মহর্রম, ১৪৪৪ হিজরি
কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি।। পটুয়াখালীর কলাপাড়ায় বর্নাঢ্য আয়োজনে পালিত হয়েছে গণপ্রকৌশল দিবস ও আইডিইবি’র ৪৯ তম প্রতিষ্ঠাবার্ষিকী। এ উপলক্ষে বৃহস্পতিবার সকালে ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইডিইবি) কলাপাড়া শাখার উদ্যোগে পৌর শহরে একটি র্যালী বের হয়। এতে বিভিন্ন কলেজ’র শিক্ষক-শিক্ষার্থীরা অংশ গ্রহন করে। বর্ণাঢ্য র্যালীটি পৌরশহরের প্রধান প্রাধান সড়ক প্রদক্ষিন শেষে প্রেসক্লাব চত্বরে খেপুপাড়া মডেল সরকারি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক মো.নুরুল হক’র সঞ্চালনায় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন পটুয়াখালী জেলা আইডিইবি সাধারণ সম্পাদক আলহাজ্ব রাইসুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক এইচ.এম সোলায়মান, আইডিইবি কলাপাড়া উপজেলা শাখার সভাপতি প্রকৌশলী আবদুল মান্নান, সাংবদিক নেছার উদ্দিন আহম্মেদ টিপু প্রমূখ। এ সময় প্রিন্ট ও ইলেকট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন।