বরিশালে এসএ পরিবহনে পলিথিন ও কারেন্ট জাল পার্সেল, ম্যানেজারসহ ৩ জনের কারাদণ্ড

  • আপডেট টাইম : নভেম্বর ২৮ ২০১৯, ২৩:২০
  • 1061 বার পঠিত
বরিশালে এসএ পরিবহনে পলিথিন ও কারেন্ট জাল পার্সেল, ম্যানেজারসহ ৩ জনের কারাদণ্ড
সংবাদটি শেয়ার করুন....

শামীম আহমেদ ॥ নিষিদ্ধ ঘোষিত কারেন্টজাল এবং অবৈধ পলিথি পরিবহনের অপরাধে বরিশালে পার্সেল এন্ড কুরিয়ার সার্ভিস এসএস পরিবহনের ম্যানেজারসহ তিন জনকে পৃথক মেয়াদে করাদন্ড দেয়া হয়েছে। পাশাপাশি জব্দ করা হয়েছে আনুমানিক ২ কোটি ২০ লাখ টাকার নিষিদ্ধ কারেন্ট জাল ও দেড় হাজার কেজি নিষিদ্ধ পলিথিন। আজ বৃহস্পতিবার (২৮ই) নভেম্বর বেলা ১২টারদিকে জেলা প্রশাসন, মৎস্য বিভাগ এবং পরিবেশ অধিদপ্তরের পৃথক দুটি অভিযান পরবর্তী মোবাইল কোর্টের মাধ্যমে আটককৃত তিন জনকে কারাদন্ড দেয়া হয়েছে। বরিশাল জেলা মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল চন্দ্র দাস জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে তারা জানতে পারেন ঢাকা থেকে এসএ পরিবহনের মাধ্যমে নিষিদ্ধ কারেন্ট জাল বরিশালে এসেছে। এসময় সংবাদের ভিত্তিতে পুলিশের সহায়তায় নগরীর পুলিশ লাইন সংলগ্ন এস এ পরিবহন কার্যালয়ে অভিযান চালিয়ে ১১ বস্তায় ১১ লক্ষ মিটার
কারেন্ট জাল জব্দ করা হয়। যার আনুমানিক মূল্য ২ কোটি ২০ লাখ টাকা। তিনি বলেন, ‘কারেন্ট জাল এর মালিক পাওয়া যায়নি। তবে অবৈধভাবে নিষিদ্ধ কারেন্ট জাল পার্সেল এবং সরবরাহে সহযোগিতার অভিযোগে পার্সেল সহকারী মো. বেল্লাল হোসেনকে আটক করা হয়। পরে তাকে জেলা প্রশাসক কার্যালয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট এস.এম শামীম এর মোবাইল কোর্টে হস্তান্তর করা হয়। এসময় নির্বাহী ম্যাজিস্ট্রেট আটককৃত বেল্লাল হোসেনকে এক বছরের বিনাশ্রম কারাদন্ড প্রদান করে বরিশাল কেন্দ্রীয় কারাগারে প্রেরণের নির্দেশ দেন। অপরদিকে সকালে একই সময় এসএ পরিবহন বরিশাল কার্যালয়ে অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর বরিশাল বিভাগীয় কার্যালয়। এসময় সেখান থেকে ১৫ বস্তায় দেড় হাজার কেজি নিষিদ্ধ পলিথিন জব্দ করেন তারা।

পাশাপাশি এই ঘটনায় এসএ পরিবহন বরিশাল কার্যালয়ের ম্যানেজার জাহাঙ্গীর আলম ও পলিথিনের মালিক বরিশাল নগরীর বাজার রোড এলাকার আয়েশা ট্রেডার্স এর সত্ত্বাধিকারী মজিবুর রহমানকে আটক করা হয়। পরে তাদেরকে পরিবেশ অধিদপ্তরের পরিচালক ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল হালিম মোবাইল কোর্টের মাধ্যমে তাদের ৬ মাস করে বিনাশ্রম কারাদন্ড ও ২৫
হাজার টাকা করে জরিমানা অনাদায়ে আরও ৪৫ দিনের কারাদন্ড দেয়া হয়েছে।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d