নেপালকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা

  • আপডেট টাইম : ডিসেম্বর ০৪ ২০১৯, ১২:৪৫
  • 1033 বার পঠিত
নেপালকে হারিয়ে শীর্ষে বাংলাদেশের মেয়েরা
সংবাদটি শেয়ার করুন....

স্পোর্টস ডেস্ক।। এসএ গেমসে টানা দ্বিতীয় জয় তুলে নিল বাংলাদেশের মেয়েরা। রাবেয়া-জাহানারাদের বোলিং তোপে নেপালকে মাত্র ৫০ রানে গুটিয়ে দিয়ে ১০ উইকেটের বিশাল জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান ধরে রাখল বাংলাদেশ। নেপালের মেয়েদের দেয়া ৫১ রানের লক্ষ্য বাংলাদেশ টপকে গেছে মাত্র ৮ ওভারেই। নির্ধারিত ২০ ওভারের ৭৪ বল বাকি থাকতেই জয় নিশ্চিত করেন আয়েশা রহমান ও মুর্শিদা খাতুন। আয়েশা ২২ বলে ২৬ এবং মুর্শিদা ২৪ বলে ২৩ রানে অপরাজিত থাকেন।

তার আগে পোখারা রঙ্গশালা মাঠে টস জিতে স্বাগতিক নেপালকে আগে ব্যাটিং করার আমন্ত্রণ জানান বাংলাদেশ অধিনায়ক সালমা খাতুন। স্কোরকার্ডে রান যোগ হওয়ার আগেই মাঠ ছাড়েন স্বাগতিক ওপেনার শ্রেষ্ঠা। তাকে বোল্ড কেরেন পেসার জাহানারা আলম। দলীয় ৭ রানে আরেক ওপেনার সীতা্ রানা মাগারকেও বোল্ড করেন এই ডানহাতি পেসার।

পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করেন সনু খাড়কা ও রুবিনা ছেত্রি। দলীয় ২৭ রানে সনুকে রাবেয়ার তালুবন্দী করান ফাহিমা খাতুন। তার ব্যাট থেকে আসে ১৯ বলে ১২ রান। ৪১ রানে চতুর্থ উইকেটের পতন ঘটান রাকেয়া খাতুন। ২৯ বলে ১৩ রানে ধীরগতির ইনিংস খেলে বিদায় নেন রুবিনা।

এরপর আর ঘুরে দাঁড়াতে পারেননি স্বাগতিক প্রমীলারা। মাত্র ১০ রানের মধ্যে ৭ উইকেট হারিয়েছে তারা। রাবেয়া মাত্র ৮ রান খরচ করে একাই শিকার করেছেন ৪টি উইকেট। এছাড়া জাহানারা ২টি এবং সালমা খাতুন, নাহিদা আক্তার ও ফাহিমা খাতুন ১টি করে উইকেট নিয়েছেন। নির্ধারিত ২০ ওভারের ৪ বল বাকি থাকতেই নেপালের মেয়েরা অলআউট হয়েছে মাত্র ৫০ রানে।

সংক্ষিপ্ত স্কোর

নেপাল ৫০/১০ (১৯.২ ওভার)

রুবিনা ১৩, সনু ১২, ইন্দু বার্মা ১০;

রাবেয়া ৪-২-৮-৪, জাহানারা ৩-১-২-২, ফাহিমা ৪-০-৮-১, সালমা ৪-১-১০-১, নাহিদা ২-০-১০-১।

বাংলাদেশ ৫১/০ (৭.৪ ওভার)

আয়েশা ২৬*, মুর্শিদা ২৩*;

বাংলাদেশ ১০ উইকেট জয়ী।

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d