বরিশাল ২৭শে মে, ২০২২ খ্রিস্টাব্দ | ১৩ই জ্যৈষ্ঠ, ১৪২৯ বঙ্গাব্দ | ২৫শে শাওয়াল, ১৪৪৩ হিজরি
ভারোত্তোলক মাবিয়া আক্তার নেপালে চলমান এসএ গেমসে পঞ্চম স্বর্ণ পদক এনে দেন বাংলাদেশকে। ভারাত্তোলনে দ্বিতীয় স্বর্ণ এসেছে জিয়ারুল ইসলামের হাত ধরে। ১৩তম এশিয়ান গেমসে এটি বাংলাদেশের ষষ্ঠ স্বর্ণ।
শনিবার ছেলেদের ৯৬ কেজি ওজন শ্রেণিতে স্বর্ণ জিতেছেন জিয়ারুল ইসলাম। তিনি হারিয়েছেন নেপালের বিশাল সিং বিস্টকে। স্ন্যাচে তিন লিফটে জিয়ারুল তোলেন ১৩৫ কেজি। এরপর ক্লিন অ্যান্ড জার্কে তিন লিফটে তোলেন ২৬২ কেজি।
এর আগে ভারোত্তোলনে ৭৬ কেজি ওজন শ্রেণিতে সবমিলিয়ে ১৮৫ কেজি ওজন তুলে স্বর্ণ জেতেন মাবিয়া। এই শ্রেণিতে সবমিলিয়ে ১৮২ কেজি ওজন তুলে রৌপ্য জেতেন শ্রীলংকার সি বি প্রিয়ন্তি। আর ১৭২ কেজি ওজন তুলে ব্রোঞ্জ জেতেন নেপালের পুন তারা।
এ নিয়ে এসএ গেমসে দ্বিতীয় স্বর্ণ জিতলেন মাবিয়া আক্তার। এর আগে ২০১৬ সালে গুয়াহাটিতে অনুষ্ঠিত এসএ গেমসে ৬৩ কেজি শ্রেণিতে দেশকে স্বর্ণপদক উপহার দিয়েছিলেন এই ভারোত্তোলক।
এর আগে এসএ গেমসের ১৩তম আসরে গত মঙ্গলবার নারী একক অনূর্ধ্ব-৬১ কেজি ওজন শ্রেণি কুমিতে সেরা হন হুমায়রা আক্তার অন্তরা। নেপালের অনু গুরুংকে ৫-২ পয়েন্টে হারিয়ে স্বর্ণ জেতেন তিনি।
অন্তরার আগে ওই মঙ্গলবারই কারাতের নারী একক অনূর্ধ্ব-৫৫ কেজি ওজন শ্রেণিতে মারজান আক্তার প্রিয়া এবং পুরুষ একক অনূর্ধ্ব-৬০ কেজি ওজন শ্রেণিতে আল আমিন স্বর্ণ জয় করেন। সোমবার তায়কোয়ান্দোতে দেশের হয়ে প্রথম স্বর্ণ জেতেন দিপু চাকমা।