বরিশাল ১লা মার্চ, ২০২১ খ্রিস্টাব্দ | ১৬ই ফাল্গুন, ১৪২৭ বঙ্গাব্দ | ১৬ই রজব, ১৪৪২ হিজরি
শামীম আহমেদ ॥ বরিশালে নানা কর্মসূচির মধ্যদিয়ে আন্তর্জাতিক দুর্নীতিবিরোধী দিবস উদযাপন করা হয়েছে। সোমবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় নগরীর অশ্বিনি কুমার হলের সামনে জাতীয় সংগীত পরিবেশন ও ফেস্টুন উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন করেন বিভাগীয় কমিশনার (অতিরিক্ত সচিব) মুহাম্মদ ইয়ামিন চৌধুরী।
এরপর সদর রোডে দুর্নীতিবিরোধী মানববন্ধন ও গণস্বাক্ষর সংগ্রহ করা হয়। দিবসের কর্মসূচীতে সকাল ১০টায় অশি^নী কুমার হলে আলোচনা সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসক, দুর্নীতি দমন কমিশন, জেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি ও সচেতন নাগরিক কমিটির কর্মকর্তারা অংশ নেয়। এর পূর্বে দীর্নীতি বিরোধী মানববন্ধ কর্মসূচিতে বরিশাল শিক্ষা প্রকৌশল অধিদপ্তর, এল,জিইডি,বরিশাল কেন্দ্রীয় কারাগারের কারা রক্ষি,ফায়ার সার্ভিস সহ নগরীর শতাধিক বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান সহ সরকারী বেসরকারী দপ্তরের কর্মকর্তারা অংশ গ্রহন করে।