আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

  • আপডেট টাইম : ডিসেম্বর ১১ ২০১৯, ০১:২৭
  • 1020 বার পঠিত
আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল
সংবাদটি শেয়ার করুন....

 

আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

Shareঅ+অ-

 

মূল স্টেডিয়ামে না, সুসজ্জিত সংবাদ সম্মেলন কক্ষেও না। বরং অনুশীলন মাঠের প্রায় অন্ধকারে অধিনায়কদের সম্মেলন।

 

 

 

সেখানে আবার সব অধিনায়ক নেই। টুর্নামেন্টের ট্রফি পর্যন্ত নেই। বঙ্গবন্ধু বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের সঙ্গে কাল সন্ধ্যার একাডেমি মাঠের এই ছবিটা যে একেবারেই বেমানান!

জৌলুস ছড়ানো সে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তিন দিন আগে। আজ গড়াচ্ছে মাঠের লড়াই। এরই আবহে সাত দলের অধিনায়কদের এক ফ্রেমে আনার এ আয়োজন। কিন্তু সেটি রং হারিয়েছে নিতান্ত অবহেলায়। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন না; দলের প্রতিনিধি হিসেবে রেখে গেছেন মমিনুল হককে। রংপুর রেঞ্জার্সের কেউই তো ছিলেন না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদ উল্লাহ, রাজশাহী রয়ালসের আন্দ্রে রাসেল, খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম, কুমিল্লা ওয়ারিয়র্সের দাসুন শানাকা, সিলেট থান্ডারের মোসাদ্দেক হোসেন উপস্থিত হন।জাতীয় সারাবাংলা বিশ্ব বিনোদন খেলা জীবনযাপন ইসলামী জীবন ভাইরাল প্রথম পৃষ্ঠা শেষ পৃষ্ঠা খবর শুভসংঘ

হোম

অনলাইন

জাতীয়

সারাবাংলা

সারাবিশ্ব

বাণিজ্য

বিনোদন

বিবিধ

রিপোর্টার্স ডায়েরি

খেলাধুলা

পাঠককণ্ঠ

জীবনযাপন

তথ্যপ্রযুক্তি

ইসলামী জীবন

ভাইরাল

পরবাস

কর্পোরেট কর্নার

আজকের পত্রিকা

প্রথম পাতা

শেষের পাতা

খেলা

খবর

শিল্প বাণিজ্য

দেশে দেশে

প্রিয় দেশ

ইসলামী জীবন

সম্পাদকীয়

উপ-সম্পাদকীয়

রংবেরং

দ্বিতীয় রাজধানী প্রতিদিন

ফিচার

লাভ ক্ষতি

ঈদ সংখ্যা ২০১৯

আবাসন

ঈদ উৎসব ২০১৯

আকাশবাড়ি

পর্যটন চট্টগ্রাম কক্সবাজার, হোটেল ও রিসোর্ট নিয়ে বিশেষ আয়োজন

টিউটর

স্বপ্নের স্কুল

দলছুট

রঙের মেলা

A টু Z

ক্যাম্পাস

ই-পেপার

 

আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

ক্রীড়া প্রতিবেদক

১১ ডিসেম্বর, ২০১৯ ০০:০০

 

আজ মাঠে গড়াচ্ছে বঙ্গবন্ধু বিপিএল

Shareঅ+অ-

 

মূল স্টেডিয়ামে না, সুসজ্জিত সংবাদ সম্মেলন কক্ষেও না। বরং অনুশীলন মাঠের প্রায় অন্ধকারে অধিনায়কদের সম্মেলন।

 

 

 

সেখানে আবার সব অধিনায়ক নেই। টুর্নামেন্টের ট্রফি পর্যন্ত নেই। বঙ্গবন্ধু বিপিএলের জাঁকজমকপূর্ণ উদ্বোধনের সঙ্গে কাল সন্ধ্যার একাডেমি মাঠের এই ছবিটা যে একেবারেই বেমানান!

জৌলুস ছড়ানো সে উদ্বোধনী অনুষ্ঠান হয়েছে তিন দিন আগে। আজ গড়াচ্ছে মাঠের লড়াই। এরই আবহে সাত দলের অধিনায়কদের এক ফ্রেমে আনার এ আয়োজন। কিন্তু সেটি রং হারিয়েছে নিতান্ত অবহেলায়। ঢাকা প্লাটুনের অধিনায়ক মাশরাফি বিন মর্তুজা ছিলেন না; দলের প্রতিনিধি হিসেবে রেখে গেছেন মমিনুল হককে। রংপুর রেঞ্জার্সের কেউই তো ছিলেন না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের মাহমুদ উল্লাহ, রাজশাহী রয়ালসের আন্দ্রে রাসেল, খুলনা টাইগার্সের মুশফিকুর রহিম, কুমিল্লা ওয়ারিয়র্সের দাসুন শানাকা, সিলেট থান্ডারের মোসাদ্দেক হোসেন উপস্থিত হন।

 

 

ক্যামেরার দিকে তাকিয়ে হাসেনও। তবে তাতে মেকি আনুষ্ঠানিকতা বড্ড প্রকট!

তবে আবহের এ বিবর্ণতা কেটে যাওয়ার আশা মাঠের লড়াইয়ে। যেখানে আজ দুপুর দেড়টায় মুখোমুখি চট্টগ্রাম চ্যালেঞ্জার্স-সিলেট থান্ডার। আর দিনের দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্স-রংপুর রেঞ্জার্স লড়বে জয়ের জন্য।

 

সিলেট থান্ডারের ডাগ আউটে থাকবেন সবচেয়ে বড় তারকা। কোচ হিসেবে হার্শেল গিবস। দলের ভালো খেলা নিয়ে আশাবাদী তিনি, ‘অন্যান্য দলের মতো বড় বড় তারকা আমাদের নেই। সে কারণে বেশি স্বাধীনতা নিয়ে খেলতে পারব। পরিচিতি যত কম, ভালো করার সম্ভাবনা তত বেশি। দলের সঙ্গে কথা হয়েছে। সবাই বেশ রোমাঞ্চিত, যা দারুণ কিছুর প্রতিশ্রুতি দিচ্ছে। ’ মোসাদ্দেক-মিঠুন-রনি-চার্লস-জিবন মেন্ডিসদের গড়পরতা দল নিয়ে চিন্তিত নন গিবস, ‘স্নায়ুর চাপ নিয়েও প্রত্যেকে রোমাঞ্চিত। আমিও। মাঠে ছেলেরা যেমন অনুভব করে; মাঠের বাইরে আমিও তেমন। যদি স্বাধীনতা নিয়ে খেলতে পারি, তাহলে যেকোনো প্রতিপক্ষের বিপক্ষেই ভালো কিছু অর্জন করা সম্ভব। এ খেলায় নিশ্চিত করে কিছু বলার উপায় নেই। আর আগেই তো বলেছি, জেতার জন্য বড় নামের প্রয়োজন নেই। অচেনা কেউ ঝলসে উঠলেই হয়। ’ মাত্রই বাংলাদেশে এসে দলের মানসিক প্রস্তুতির দিকেই জোর এই প্রোটিয়া কিংবদন্তির, ‘আমাদের দলে স্পিনবৈচিত্র্য আছে। বাঁহাতি স্পিনার হিসেবে আছে ওয়েস্ট ইন্ডিজের সান্টোকি। তবে টপ অর্ডারে বাঁহাতি ব্যাটসম্যান নেই। এ জায়গায় একটু পিছিয়ে আছি। তবে আমাদের যারা আছে, তাদের নিয়েই খেলতে হবে। যতটুকু দেখেছি, ছেলেরা প্রস্তুত আছে। আমি চাই, ওরা যেন কাল মানসিকভাবে প্রস্তুত হয়ে খেলতে নামে। ’

 

প্রতিপক্ষ চট্টগ্রাম চ্যালেঞ্জার্স আজ ইনজুরির কারণে পাবে না নিয়মিত অধিনায়ক মাহমুদ উল্লাহকে। ভারপ্রাপ্তের দায়িত্ব পেয়ে ইমরুল কায়েস এ অভাব পূরণের দিকে তাকিয়ে, ‘উনাকে দুটো ম্যাচ মিস করব। এর সঙ্গে মানিয়ে নেওয়া কঠিন। এ জায়গায় দেশি কেউ খেলতে পারে কিংবা বিদেশি। যে সুযোগ পায়, সেটি যেন কাজে লাগায়। ’ আর আজ জয় দিয়ে টুর্নামেন্ট শুরুর প্রত্যয়ও তাঁর কণ্ঠে, ‘শুরুটা সবাই ভালো করতে চায়। প্রথম ম্যাচ জিতলে সবার আত্মবিশ্বাস বাড়বে। দেশের ক্রিকেটার ও দলের জন্য ভালো হবে। আমরা আত্মবিশ্বাসী; সবাই আন্তরিকভাবে চাইব প্রথম ম্যাচটি জিততে। ’

 

দ্বিতীয় ম্যাচে কুমিল্লা ওয়ারিয়র্সের বিপক্ষে লড়বে রংপুর রেঞ্জার্স। দলটির অধিনায়ক হিসেবে আস্থা রেখেছে আফগানিস্তানের অভিজ্ঞ অলরাউন্ডার মোহাম্মদ নবির ওপর। সেরা ফলের জন্য মুখিয়ে থাকার কথা জানান তিনিও, ‘অধিনায়ক হিসেবে আমার ওপর আস্থা রাখায় টিম ম্যানেজমেন্টকে ধন্যবাদ জানাচ্ছি। প্রতিভাবান বাংলাদেশি ও বিদেশিদের নিয়ে আমরা একটি ভারসাম্যপূর্ণ দল করেছি। টুর্নামেন্টে ভালো ফলের জন্য আমরা সেরাটাই দেব। ’ নিজ দলে মুস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদের মতো পেস বোলার থাকায় আশ্বস্ত নবি, ‘ওরা থাকায় আমরা শক্তিশালী বোলিং বিভাগ হিসেবে খেলতে পারব। জুনাইদ খান আছে, সেও খুবই ভালো। আমরা চেষ্টা করব যেন রান তুলে ওদের ভালো করার সুযোগ দিতে পারি। ’

এই ক্যাটাগরীর আরো খবর

ফেসবুক কর্নার

শিরোনাম
কোটার হার পরিবর্তন করতে পারবে সরকার, হাইকোর্ভোলায় কোটাবিরোধীদের পিটিয়ে হাসপাতালে পাঠাল তির-ধনুক দিয়ে বিবিসি সাংবাদিকের স্ত্রীসহ দুইবদলে যাওয়া পরীমনি১০ জনের দল নিয়ে উরুগুয়েকে হারিয়ে ফাইনালে কলমসংবাদ সম্মেলন ডেকেছে এনটিআরসিএশিক্ষার্থীরা বোধহয় সীমা অতিক্রম করে যাচ্ছেনজেলেদের চাল আত্মসাতের বিচার দাবিতে মানববন্ধবরিশালে পুলিশের বাঁধা ডিঙিয়ে মহাসড়ক অবরোধ শিপুলিশকে নিয়ে সংবাদ প্রকাশে সতর্কতার অনুরোধঢাকা-বরিশাল মহাসড়কে ২ বাসের মুখোমুখি সংঘর্ষশিক্ষাপ্রতিষ্ঠানে গ্রীষ্মের ছুটি কমল, শনিবাপ্রধানমন্ত্রী আগামীকাল ভারত যাচ্ছেনওয়েস্ট ইন্ডিজকে গুঁড়িয়ে সুপার এইট শুরু ইংল্যদক্ষিণ আফ্রিকার সঙ্গে লড়াই করে হারলো যুক্তরা
%d